সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র
রাহুল দ্রাবিড়ের ছেড়ে আসা চেয়ারে বসতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। সংবাদ সংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ।
ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। এত দিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদে ছিলেন তিনি। এই বার সেই জায়গায় আসছেন লক্ষ্মণ। লক্ষ্মণই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন কি না, রবিবার সৌরভের কাছে জানতে চায় এএনআই। উত্তরে সৌরভ বলেছেন, “হ্যাঁ।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ বরাবরই প্রাক্তন ক্রিকেটারদের দলের সঙ্গে যুক্ত করতে চান। তাঁদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে পছন্দ করেন তিনি। দ্রাবিড়কে কোচ করার জন্যও তাঁর সঙ্গে কথা বলেছিলেন বলে জানা যায়।
এএনআই সূত্রে জানা গিয়েছে বোর্ডের এক কর্তা বলেছেন, “সৌরভ এবং জয় (শাহ), দু’জনেই লক্ষ্মণকে এই পদে চান। তবে সিদ্ধান্ত নেবেন লক্ষ্মণই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পদের জন্য ও যোগ্য লোক। সেই সঙ্গে দ্রাবিড়ের সঙ্গে ওর সম্পর্ক যথেষ্ট ভাল। নতুনদের পথ দেখাতে প্রাক্তনদের পাওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”
বোর্ডের তরফে সরকারি ভাবে এখনও লক্ষ্মণের নাম ঘোষণা করা হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy