Advertisement
১৬ মে ২০২৪
Sourav Ganguly

অশ্বিন-জাডেজা নয়, বিশ্বকাপে অন্য এক স্পিনারকে ভারতীয় দলে দেখতে চান সৌরভ

অতীতের একাধিক উদাহরণ দিয়েছেন সৌরভ। তাঁর মতে, বিশ্বকাপে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এক স্পিনার। ধারাবাহিক পারফরম্যান্স করেও যিনি জাতীয় দলে অনিয়মিত।

picture of Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৩ ১৫:৫৫
Share: Save:

রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাডেজা নন। এক দিনের বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন অন্য এক স্পিনার। ভারতীয় দলে অনিয়মিত সেই স্পিনারের দিকে নজর রাখার কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রাক্তন অধিনায়কের মতে, সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করছেন যুজবেন্দ্র চহাল। বিশ্বকাপের জন্য তাঁকে ভাবা উচিত। সৌরভ বলেছেন, ‘‘রবি বিষ্ণোই, কুলদীপ যাদবের মতো স্পিনার রয়েছে ভারতের। তাও চহালের কথা বলব। যে কোনও কারণেই হোক কয়েকটা বড় প্রতিযোগিতায় সুযোগ পায়নি চহাল। অথচ সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করছে চহাল। ২০ ওভার বা ৫০ ওভারের ম্যাচের জন্য চহালের কথা ভাবা যেতে পারে। ওর দিকে নজর রাখা দরকার।’’

সৌরভ মনে করেন রিস্ট স্পিনারেরা (যে স্পিনারেরা কব্জির মোচড়ে বল ঘোরান) শক্তিশালী দলগুলির বিরুদ্ধে কার্যকর হতে পারেন। প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে রিস্ট স্পিনারেরা পার্থক্য তৈরি করতে পারে। ২০১১ সালের বিশ্বকাপে যেমন পীযূষ চাওলা ভাল বল করেছিল। ২০০৭ সালে আমরা যখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলাম, তখনও জোরে বোলারদের পাশাপাশি আমাদের রিস্ট স্পিনারেরা ভাল বল করেছিল। সেই দলে হরভজন সিংহ ছিল। আমি মনে করি ভারতের উইকেটে খেলা হলে দলে রিস্ট স্পিনার রাখা খুব জরুরি।’’ আসন্ন এক দিনের বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মারা। পি চিদম্বরম স্টেডিয়ামের ২২ গজ স্পিন সহায়ক হিসাবেই পরিচিত।

টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর এক মাস বিশ্রাম পেয়েছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আবার ২২ গজে ফিরবেন তাঁরা। ওয়েস্ট ইন্ডিজ়ে পূর্ণাঙ্গ সফরের পর আয়ারাল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়, এশিয়া কাপ, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারতীয় দল। বিশ্বকাপের আগে সেরা দল বেছে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে রাহুল দ্রাবিড়ের হাতে। সৌরভের মতে এই ম্যাচগুলিতে চহাল-সহ অন্য স্পিনারদের দেখে নেওয়ার সুযোগ রয়েছে ভারতের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE