এই ম্যাচ জিতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ তালিকায় ১০ পয়েন্ট পেল দক্ষিণ আফ্রিকা। এই তালিকায় প্রথম আটে থাকার লড়াই করছে তারা। বর্তমানে ৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তালিকার প্রথম আট দেশ আগামী বছর ভারতে এক দিনের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে। তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ।
সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। ছবি: টুইটার।
সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেই সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ৭ উইকেটে হারাল তারা। এই জয়ে বড় ভূমিকা নিলেন পেসার কাগিসো রাবাডা ও ওপেনার কুইন্টন ডিকক। রাবাডা নিলেন ৫ উইকেট। ডিকক করলেন ৬২ রান।
জোহানেসবার্গে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে আত্মসমর্পণ করে টপ ও মিডল অর্ডার। তামিম ইকবাল, লিটন দাস, শাকিব আল হাসান, মুশফিকুর রহিম রান পাননি। মাত্র ৩৪ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। তার পরে খেলা কিছুটা ধরেন মাহমুদুল্লা ও আফিফ হোসেন। মাহমুদুল্লা ২৫ রান করে আউট হলে মেহেদি হাসানের সঙ্গে জুটি বাঁধেন আফিফ। তিনি ৭২ রান করে আউট হন। মেহেদি করেন ৩৮। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ। রাবাডা ৩৯ রান দিয়ে ৫ উইকেট নেন।
রান তাড়া করতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার ডিকক ও মালান শুরুটা ভাল করেন। মালান ২৬ রান করে আউট হলে কাইল ভেরেইনের সঙ্গে জুটি বাঁধেন ডিকক। দু’জনেই অর্ধশতরান করেন। ডিকক ৬২ রান করে আউট হন। ভেরেইনে ৫৮ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক বাভুমা করেন ৩৭। দক্ষিণ আফ্রিকা ৩৮তম ওভারে ৭ উইকেটে ম্যাচ জিতে যায়।
এই ম্যাচ জিতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ তালিকায় ১০ পয়েন্ট পেল দক্ষিণ আফ্রিকা। এই তালিকায় প্রথম আটে থাকার লড়াই করছে তারা। বর্তমানে ৪৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তালিকার প্রথম আট দেশ আগামী বছর ভারতে এক দিনের বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে। তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy