Advertisement
০১ নভেম্বর ২০২৪
T20 World Cup 2021

T20 World Cup 2021: লকডাউনের পর খোলা সিনেমা হল, ক্যাফে রবিবার ভারত-পাকিস্তান ম্যাচেই ‘হাউজফুল’

চলতি সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছে গভীর রাত অবধি রেস্তরাঁ, ক্যাফে, হল খুলে রাখায় কোনও বাধা নেই।

উত্তেজিত সমর্থকরা।

উত্তেজিত সমর্থকরা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১৪:৪০
Share: Save:

দু’বছর পর ফের ভারত বনাম পাকিস্তান ম্যাচ। উত্তেজনায় ফুটছেন সমর্থকরা। বহু দিন পর রাত অবধি রেস্তরাঁ, বার, ক্লাব এবং হল খুলে রাখার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। সেগুলিতে রবিবার সব চেয়ে বড় শো হতে চলেছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। ‘হাউজফুল’ হবে বলেই মনে করছেন মালিকরা।

মহারাষ্ট্রের একটি ক্যাফের মালিক রাহুল সিংহ। তাঁর ক্যাফের বিভিন্ন দোকানে ভারত-পাকিস্তান ম্যাচ দেখানো হবে। রাহুল বলেন, “এই লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের চার ভাগের এক ভাগ মানুষ। বড় শো হতে চলেছে রবিবারের ম্যাচ।” তাঁর ক্যাফের ৩০টি দোকানেই বিশাল পরিমাণে মানুষ আসবেন বলে জানা গিয়েছে।

চলতি সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছে গভীর রাত অবধি রেস্তরাঁ, ক্যাফে, হল খুলে রাখায় কোনও বাধা নেই। ভারতের বহু হল, ক্যাফে, রেস্তরাঁ রয়েছে মহারাষ্ট্রে। ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই ফের হারানো ব্যবসা ফিরে পেতে চাইছে সেখানকার হল, ক্যাফে, রেস্তরাঁ মালিকরা। দিল্লি, বেঙ্গালুরু, পঞ্জাব এবং চেন্নাইতে আগেই রাত অবধি হল, ক্যাফে, রেস্তরাঁ খোলার অনুমতি দেওয়া হয়েছিল।

পিভিআর-এর মুখ্য আধিকারিক গৌতম দত্ত বলেন, “মহারাষ্ট্রে আমাদের হলগুলি খোলার সঙ্গে সঙ্গেই ভারত-পাকিস্তান ম্যাচ পেয়ে গিয়েছি আমরা। ৮০ শতাংশ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।”

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। ভারতে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও করোনার কারণে টি২০ বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের মাঠে। দূরে থেকেও মাঠের মতো উত্তেজনা পেতে হল, ক্যাফে, রেস্তরাঁতে ভিড় জমানোর চেষ্টা করছেন মানুষ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE