বেশ কিছু ক্ষণ বন্ধ থাকার পরে শুরু হল পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা। বৃষ্টির জেরে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকার পরে খেলা শুরু হয়েছে। সময় নষ্ট হওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য কমেছে। ১৪ ওভারের খেলা হবে। দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৪২ রান। অর্থাৎ, ৫ ওভারে ৭৩ রান করতে হবে তাদের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৮৫ রান করেছে পাকিস্তান। জবাবে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান করার পরে বৃষ্টির জেরে খেলা বন্ধ হয়ে যায়। সেই সময় ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকাকে করতে হত ৮৪ রান। অর্থাৎ, ১৫ রান পিছিয়ে ছিল তারা। সেই পরিস্থিতিতে খেলা বন্ধ হলে ম্যাচ জিতে যেত পাকিস্তান।
প্রায় ৪৫ মিনিট পরে শুরু হয় খেলা। তবে খেলা শুরু হওয়ার পরেও দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন লক্ষ্য। কারণ, ৩০ বলে ৭৩ রান করা সহজ নয়। তবে টি-টোয়েন্টিতে কিছুই বলা যায় না। তাই ম্যাচ শেষ হওয়ার আগে কোনও দলকে এগিয়ে রাখা যাচ্ছে না।
পাকিস্তান যদি জিতে যায়, তা হলে চার ম্যাচে তাদের হবে ৪ পয়েন্ট। অন্য দিকে ভারতের চার ম্যাচে ৬ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে চার ম্যাচে ৫। বাংলাদেশের পয়েন্ট চার ম্যাচে ৪।
সে ক্ষেত্রে কোনও দলেরই বিশ্বকাপের শেষ চার নিশ্চিত হবে না। প্রত্যেককেই তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে। সেখানে ভারত খেলবে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি। সহজ প্রতিপক্ষ পাওয়ায় ভারত ও দক্ষিণ আফ্রিকার সুযোগ বেশি থাকবে শেষ চারে যাওয়ার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy