Advertisement
০১ নভেম্বর ২০২৪
T20 World Cup 2021

Shoaib Akhtar: অনুষ্ঠান বিতর্কে শোয়েবের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন পাকিস্তানের টেলিভিশন সঞ্চালক

ক্ষমা চাইলেও শোয়েবের বিরুদ্ধে তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলকে হাতের পুতুল বলে মনে করেছেন প্রাক্তন ক্রিকেটার।

পাল্টা কী বললেন শোয়েব

পাল্টা কী বললেন শোয়েব ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১৭:০৮
Share: Save:

টি২০ বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে বিতর্কে জড়ান অনুষ্ঠানের সঞ্চালক নাউমান নিয়াজ। সেই ঘটনার জেরে শোয়েবের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন নাউমান। যদিও শোয়েবের বিরুদ্ধে তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলকে হাতের পুতুল বলে মনে করেছেন প্রাক্তন ক্রিকেটার।

সম্প্রতি ইউটিউবে একটি অনুষ্ঠানে নাউমান বলেন, ‘‘শোয়েব আখতার এক জন তারকা। আমি যে ব্যবহার করেছি তার জন্য লক্ষ বার ক্ষমা চাইব। আমার কোনও অধিকার নেই এ ভাবে ওঁকে অপমান করার। ক্যামেরার সামনে যা হয়েছে তা মোটেও অভিপ্রেত নয়।’’

এখানেই থেমে থাকেননি নাউমান। তিনি আরও বলেন, ‘‘শোয়েবের সঙ্গে চ্যানেলের আর্থিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি না মেনে দুবাই গিয়ে অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন শোয়েব। চ্যানেলকে খেলার পুতুল মনে করেছেন তিনি। সে সব ঘটনা আমার মাথায় ঘুরছিল। তাই হয়তো এই ঘটনা হয়েছে।’’

নাউমানকে তিনি ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন শোয়েব। তিনি এক সংবাদমাধ্যমে বলেন, ‘‘আমি মনের মধ্যে কোনও তিক্ততা নিয়ে চলতে চাই না। আমি ও রকম নই। নাউমানকে ক্ষমা করে দিয়েছি। যা হয়েছে তা ভুলে যেতে চাই।’’

নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের পর একটি আলোচনায় গণ্ডগোল হয় শোয়েব এবং নাউমানের মধ্যে। পাকিস্তান পেসার সুপার লিগের দল লাহৌর কালান্দারস, শাহিন শাহ আফ্রিদি এবং হ্যারিস রউফের প্রশংসা করছিলেন। সেই সময় তাঁকে বাধা দেন সঞ্চালক। তাতেই রেগে যান শোয়েব। শো ছেড়ে বেরিয়েও যান তিনি।

অন্য বিষয়গুলি:

T20 World Cup 2021 Shoaib Akhtar Controversey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE