Advertisement
১৮ মে ২০২৪
Nicholas Pooran

Nicholas Pooran: ৩১১ রান করেও কোথায় ম্যাচ হারলেন, জানালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক

ম্যাচের বেশির ভাগ সময়ে দাপট দেখালেও শেষ পর্যন্ত হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। কোথায় হারলেন তাঁরা। ম্যাচ শেষে জানালেন দলের অধিনায়ক।

হারের ব্যাখ্যা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের

হারের ব্যাখ্যা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ০৭:২৪
Share: Save:

আগের ম্যাচে মাত্র তিন রানে হারের পর বলেছিলেন, ‘‘মনে হচ্ছে যেন আমরাই জিতেছি।’’ দ্বিতীয় ম্যাচেও শেষ মুহূর্তে হারতে হয়েছে নিকোলাস পুরানদের। বেশির ভাগ সময় তাঁরা দাপট দেখালেও জয়ের মুকুট পরতে পারেননি। কোথায় ম্যাচ হাত থেকে বেরিয়ে গেল? ম্যাচ শেষে সে কথা জানালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

ম্যাচ শেষে পুরান বলেন, ‘‘শেষ কয়েক ওভারে নিজেদের পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। শেষ ৬ ওভারেই ম্যাচটা হেরে গেলাম। খালি একটা উইকেট দরকার ছিল। কিন্তু অক্ষর পটেলকে আউট করতে পারলাম না। ও খেলা বার করে নিয়ে গেল।’’

ভাল ক্রিকেট খেলতে চেয়েছিলেন পুরান। চেয়েছিলেন জিততে। বাংলাদেশের কাছে লজ্জার হারের পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বাঁচানোর তাগিদ দেখিয়েছিলেন পুরান। তাই তো সিরিজ শুরুর আগে জানিয়েছিলেন, এটা তাঁদের কাছে শুধু একটা সিরিজ নয়। তার থেকে অনেক বেশি। তাই হেরে অনেক বেশি হতাশ পুরান। তিনি বলেন, ‘‘আমরা খুব চেষ্টা করেছি। লড়েছি। জেতাটা খুব দরকার ছিল। কিন্তু পারলাম না।’’

সিরিজ হারলেও অবশ্য দলের খেলায় খুশি পুরান। বিশেষ করে ব্যাটাররা মুগ্ধ করেছে তাঁকে। পুরান বলেন, ‘‘শাই হোপ দুর্দান্ত খেলেছে। ব্যাটাররা দু’টো ম্যাচেই ভাল ব্যাট করেছে। বোলাররাও নিজেদের সেরাটা দিয়েছে। অনেক কিছু ইতিবাচক বিষয় রয়েছে। আশা করছি আগামী দিনে আরও ভাল ক্রিকেট খেলব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE