সচিন তেন্ডুলকর (ভারত): রান ১৫,৯২১। ইনিংস ৩২৯। গড় ৫৩.৭৮। দিন ১৬ মার্চ ২০০৫।
তাঁর রেকর্ড কেউ ভাঙতে পারবে না। কারণ তিনিই প্রথম ব্যাটসম্যান যাঁর ব্যাট থেকে এসেছিল ১০ হাজার রান। তিনি আর কেউ নন ভারতের সুনীল গাওস্কর। এর পর আরও অনেকেই সেই মাইলস্টোন ছুঁয়েছে। ১০ হাজার পেড়িয়ে ১৫ হাজার রান রয়েছে সচিন তেন্ডুলকরের। কিন্তু, সব থেকে কম বয়সী ১০ হাজারি হিসেবে এ বার সচিনের রেকর্ড ভেঙে দিলেন অ্যালেস্টার কুক। সচিন এই রেকর্ড করেছিলেন ৩১ বছর ১০ মাস বয়সে। কুক করলেন ৩১ বছর ৫ মাসে। ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবেও ১০ হাজার রানের রেকর্ড করলেন তিনি। দেখে নেওয়া যাক এই তালিকায় রয়েছেন আর কোন কোন ক্রিকেটার।
আরও পড়ুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy