Advertisement
১৫ জুন ২০২৪

ব্যক্তিগত কীর্তি ভুলে রোনাল্ডো আজ চান জয়

আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সেরি আ টেবলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। রোনাল্ডো মনে করেন, মরসুমের শুরু থেকে দল যে ধরনের আক্রমণাত্মক ফুটবল খেলছে, তা ধরে রাখতে পারলেই জুভেন্টাস লক্ষ্যে পৌঁছে যাবে।

 ফুরফুরে: দলের জয় নিয়ে আশাবাদী রোনাল্ডো। এএফপি

ফুরফুরে: দলের জয় নিয়ে আশাবাদী রোনাল্ডো। এএফপি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০৪:৩০
Share: Save:

দশ বছর আগে লাস ভেগাসে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে বিদ্ধ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডিএনএ নাকি মিলে গিয়েছে। লাস ভেগাস পুলিশের ফাঁস হয়ে যাওয়া গোপন ই-মেলের খবর নিয়ে উত্তাল ব্রিটিশ মিডিয়া।

যদিও তা নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই জুভেন্টাস তারকার। আজ, মঙ্গলবার ঘরের মাঠে তারা খেলবে লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে। তার আগে সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো ছিলেন ফুরফুরে মেজাজে। সদ্য ৭০০ গোলের মাইলফলক পেরিয়েছেন তিনি। কিন্তু তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন রোনাল্ডো। বলেছেন, ‘‘সদ্য সাতশো গোলের নজির স্পর্শ করেছি। নিঃসন্দেহে তা আনন্দের। কিন্তু সেই অধ্যায় শেষ হয়ে গিয়েছে। দলের উপরে ব্যক্তিগত সাফল্যের স্থান হতে পারে না।’’ যোগ করেছেন,, ‘‘প্রত্যেক ম্যাচে সতীর্থরা আমার থেকে গোল চান। আমিও যত বেশি সম্ভব গোল করে দলকে ট্রফি উপহার দিতে চাই।’’

আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সেরি আ টেবলের শীর্ষে রয়েছে জুভেন্টাস। রোনাল্ডো মনে করেন, মরসুমের শুরু থেকে দল যে ধরনের আক্রমণাত্মক ফুটবল খেলছে, তা ধরে রাখতে পারলেই জুভেন্টাস লক্ষ্যে পৌঁছে যাবে। তিনি বলেছেন, ‘‘নতুন ম্যানেজার মাউরিসিয়ো সাররি এক নতুন সিস্টেমে আমাদের খেলাচ্ছেন। সেটার সঙ্গে ফুটবলাররা দ্রুত মানিয়ে নিয়েছে। আমি মনে করি, এ ভাবে এগিয়ে গেলেই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে জুভেন্টাস।’’ বরং এক ধাপ এগিয়ে রোনাল্ডো আরও বলেন, ‘‘অনেকে বলেন আমাকে ছাড়া দুর্বল জুভেন্টাস। সেই বক্তব্য আদৌ ঠিক নয়। আমাকে ছাড়াও দুর্দান্ত ফুটবল খেলার ক্ষমতা রয়েছে এই দলের। আমি সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই।’’

সতর্ক গুয়ার্দিওলা: ন’ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ইপিএলে তাঁর দল রয়েছে দু’নম্বরে। আজ, মঙ্গলবার ঘরের মাঠে আটলান্টার বিরুদ্ধে খেলতে নামার আগে ম্যাঞ্চেস্টার সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেছেন ‘‘এখনও পর্যন্ত আমার দল যে ফুটবল খেলেছে তা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য পর্যাপ্ত নয়। আরও আগ্রাসন চাই।’’ পেপ জানিয়েছেন, প্রতিপক্ষ পেনাল্টি বক্সের সামনে গিয়ে গোল না করতে পারলে লক্ষ্যপূরণ সম্ভব নয়। তিনি বলেছেন, ‘‘এই সমস্যা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। এগুলো নিয়ে অনেক বেশি সাবধানী হতে হবে।’’

আশাবাদী কোভাচ: আউসবার্গের সঙ্গে বুন্দেশলিগায় শেষ ম্যাচে ড্র। তবে তা নিয়ে ভাবছেননা বায়ার্ন মিউনিখ ম্যানেজার নিকো কোভাচ। অলিম্পিয়াকসের বিরুদ্ধে খেলতে নামার আগে তিনি বলেছেন, ‘‘একটা ড্র দিয়ে কোনও কিছুর মূল্যায়ন হয় না। আমরা এ বার চ্যাম্পিয়ন হব।’’

অস্বস্তিতে জ়িদান: শেষ ম্যাচে মায়োরকার কাছে হার। গালাতাসারের বিরুদ্ধে খেলতে নামার আগে রিয়াল মাদ্রিদ ম্যানেজার জ়িনেদিন জ়িদান বলেছেন, ‘‘ভুল থেকে ফুটবলাররা শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। আমাদের জিততেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE