Advertisement
০৪ মে ২০২৪
Cricket

সুর নরম স্যামির

সোশ্যাল মিডিয়ায় করা যে অভিযোগে প্রাক্তন এই ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি একটি শব্দ ব্যবহার করেছিলেন, যা কৃষ্ণাঙ্গদের গায়ের রং বোঝাতে ব্যঙ্গার্থে বলা হয়।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২০ ০৫:৫৪
Share: Save:

দিন কয়েক আগেই তিনি অভিযোগ করেছিলেন, আইপিএলে খেলতে গিয়ে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় করা যে অভিযোগে প্রাক্তন এই ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি একটি শব্দ ব্যবহার করেছিলেন, যা কৃষ্ণাঙ্গদের গায়ের রং বোঝাতে ব্যঙ্গার্থে বলা হয়। ফলে তাঁর এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। যাঁরা এই শব্দ প্রয়োগ করতেন, স্যামি তাঁদের ক্ষমাও চাইতে বলেন। এ বার সোশ্যাল মিডিয়ায় এ ব্যাপারে আরও একটি ভিডিয়ো পোস্ট করলেন স্যামি। যেখানে তিনি সুর নরম করে বলেন, তাঁর প্রতি ওই শব্দ প্রয়োগকারী এক ক্রিকেটারের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে তাঁর।

ক্যারিবিয়ান এই ক্রিকেট ব্যক্তিত্বের দাবি, সংশ্লিষ্ট ক্রিকেটার তাঁকে জানিয়েছেন, ওই শব্দটি তাঁকে ভালবেসেই প্রয়োগ করা হত। স্যামির কথায়, ‍‘‍‘এক ক্রিকেটারের সঙ্গে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। আমার সেই বন্ধু আশ্বস্ত করে বলেছে, ওই শব্দটি ও অতীতে আমার প্রতি প্রয়োগ করেছে ভালবেসেই। অসম্মানের কোনও উদ্দেশ্য ছিল না। আমি বন্ধুকেই বিশ্বাস করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Darren Sammy Racism
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE