Advertisement
০২ মে ২০২৪
olympic

অলিম্পক আয়োজন নিয়ে কেজরীবালের সঙ্গে লেগে গেল কেন্দ্রীয় সংস্থার

ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়া দিল্লি শেষ আপডেট: ১০ মার্চ ২০২১ ১৭:৩৮
Share: Save:

দিল্লি প্রশাসন ২০৪৮ সালের অলিম্পিক্স আয়োজনের কথা চিন্তা ভাবনা করলেও অরবিন্দ কেজরীবালের এই পদক্ষেপের নিন্দা করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দিল্লির বাজেট অধিবেশনে অলিম্পিক্স আয়োজনের কথা জানান রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসৌদিয়া। তবে পুরোটাই হয়েছে তাঁদের অন্ধকারে রেখে। এমনটাই দাবি করলেন ইন্ডিয়ান অলিম্পক অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র বাত্রা।

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এটা দারুণ পদক্ষেপ এ বিষয়ে সন্দেহ নেই। তবে ঘোষণার আগে অরবিন্দ কেজরীবালের উচিত ছিল আইওএ-এর সঙ্গে কথা বলে বিষয়টা জানানো। অলিম্পিক্সে দরপত্র পেশ করার কিছু নিয়ম থাকে। তাছাড়া শুধুমাত্র দিল্লিতে অলিম্পিক্স করা সম্ভব নয়। বেশ কয়েকটি শহর জুড়ে অলিম্পিক্স আয়োজন করতে হয়।’’

তিনি আরও বলেন, ‘‘আমার মতে মোতেরার সর্দার বল্লভ ভাই পটেল স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠান করার জন্য সেরা জায়গা। তবে ২০৪৮ কেন? তার আগেও ভারতে অলিম্পিক্স হতেই পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi olympic AAP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE