Advertisement
০৩ জুন ২০২৪

ফিরতি ডার্বি হবে ফ্লাডলাইটে

সামনের মাসেই আবার মোহনবাগান-ইস্টবেঙ্গল বড় ম্যাচ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। ৯ এপ্রিল আই-লিগের সেই ফিরতি ডার্বি সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হবে। পুরো ম্যাচটাই ফ্লাড লাইটে হবে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০৩:১৮
Share: Save:

সামনের মাসেই আবার মোহনবাগান-ইস্টবেঙ্গল বড় ম্যাচ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। ৯ এপ্রিল আই-লিগের সেই ফিরতি ডার্বি সন্ধ্যা সাতটা নাগাদ শুরু হবে। পুরো ম্যাচটাই ফ্লাড লাইটে হবে। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদকে ম্যাচের সময় জানিয়ে দেওয়া হয়েছে।

এই ম্যাচে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠকে ‘হোম গ্রাউন্ড’ করেছে মোহনবাগান। যা নিয়ে উৎসাহী উত্তরের মোহন সমর্থকেরা। হোম গ্রাউন্ড হিসাবে সংগঠক তাঁরাই। তবে মোহনবাগানের তরফে এই আয়োজনের পুরো দায়িত্বটাই দেওয়া হয়েছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদকে। টিকিট ছাপানো থেকে সমস্ত আয়োজন তারাই করছে। টিকিট বিক্রি থেকে লাভ-ক্ষতি তাদেরই। কেবল টিকিট বিক্রির টাকা থেকে নির্দিষ্ট অর্থ মোহনবাগান ক্লাবকে দেওয়া হবে।

খেলা সন্ধেতে হওয়ায় খুশি মহকুমা ক্রীড়া পরিষদের কর্মকর্তারাও। এমনিতেই ডার্বি হওয়ায় মাঠ ভর্তি থাকবে। তার সঙ্গে পুরো খেলাই ফ্লাড লাইটে হওয়ায় তার আকর্ষণ আরও বাড়বে। আগের ডার্বিতেই বিকেল চারটেতে খেলা শুরু হওয়য়ার পরে বিকেল পাঁচটা থেকে ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়। এ বারে খেলা সন্ধেতে হওয়ায় আবহাওয়া মনোরম থাকবে। ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ বলেন, ‘‘সন্ধেতে ম্যাচ হওয়ায় দর্শকের সংখ্যা বাড়বে বলেই মনে করছি। এ দিন ফেডারেশনের তরফে জানানো হয়েছে, সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিটে কিক অফ। এ বার দ্রুত টিকিট ছাপার ব্যবস্থা করব।’’

গত, ১২ ফেব্রুয়ারি আই লিগের ডার্বি এবং ১৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল-লাজং ম্যাচ সাড়ে চারটে নাগাদ শুরু হয়েছিল। ডার্বিতে স্টেডিয়াম ভরা থাকলেও লাজং ম্যাচে দর্শক ছিল কম।

কলকাতায় মোহনবাগান তাঁবু থেকেও টিকিট বিক্রির ব্যবস্থা থাকবে বলে মোহনবাগান ক্লাব সদস্য তথা ক্রীড়া পরিষদের অন্যতম কর্মকর্তা অরূপ মজুমদার জানিয়েছেন। ক্রীড়া পরিষদের তরফে জানানো হয়েছে, টিকিটের দামও শেষ ডার্বি ম্যাচের চেয়ে কম রাখা হচ্ছে।

ডার্বিেত কাঞ্চনজঙ্ঘায় ভিআইপি গ্যালারির চেয়ারের টিকিটের দাম ৫০০ টাকা থাকছে। তবে বাকি টিকিটের দাম কমিয়ে ৩০০, ২০০ এবং ১০০ টাকা করা হচ্ছে। আগামী সপ্তাহে প্রস্তুতি নিয়ে সদস্যদের সঙ্গে বৈঠকেও বসবে ক্রীড়া পরিষদ কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Derby Match FloodLight
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE