Advertisement
১৮ মে ২০২৪

বিশ্বকাপে সিএবি-তে ‘ড্রেস কোড’

বিশ্বকাপের ম্যাচের দিন সিএবি-র কর্তাদের জন্য ‘ড্রেস কোড’ মেনে চলার নির্দেশ দেওয়া হল। বিশ্বকাপ উপলক্ষে সিএবি কর্তাদের বিশেষ টি শার্ট দেওয়া হয়েছে প্রত্যেককে। সোমবার লিখিত নির্দেশ দেওয়া হল, ম্যাচের দিনগুলিতে ওই টি-শার্ট পরেই ইডেনে আসতে হবে ও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। লাল-নীল ও সাদা রঙের দু’রকম টি-শার্ট তৈরি করানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০৩:৩৮
Share: Save:

বিশ্বকাপের ম্যাচের দিন সিএবি-র কর্তাদের জন্য ‘ড্রেস কোড’ মেনে চলার নির্দেশ দেওয়া হল। বিশ্বকাপ উপলক্ষে সিএবি কর্তাদের বিশেষ টি শার্ট দেওয়া হয়েছে প্রত্যেককে। সোমবার লিখিত নির্দেশ দেওয়া হল, ম্যাচের দিনগুলিতে ওই টি-শার্ট পরেই ইডেনে আসতে হবে ও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। লাল-নীল ও সাদা রঙের দু’রকম টি-শার্ট তৈরি করানো হয়েছে। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ও ফাইনালের দিন সাদা ও বাকি দু’টি ম্যাচে লাল-নীল টি-শার্ট পরে ইডেনে আসতে বলা হয়েছে। এমন ড্রেস কোড চালু হওয়ায় সমস্যায় পড়েছেন রোজ বাঙালি পোশাকে আসা কর্তারা। এখন দেখার কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে-র উদ্যোগে চালু হওয়া এই ড্রেস কোড মেনে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব অভিষেক ডালমিয়া ও সুবীর গঙ্গোপাধ্যায়রা বিশ্বকাপ ম্যাচের দিন সিএবি-তে আসেন কি না। এ দিকে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জনা দশেক কর্তা আসছেন বলে জানানো হয়েছে সিএবি-কে। সে দেশের ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত আরও শ’দেড়েক মানুষ বুধবার ইডেনে খেলা দেখতে আসতে পারে বলে জানিয়েছে সে দেশের বোর্ড। চেয়ারম্যান শাহরিয়ার খান-সহ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা ভারত-পাক ম্যাচে আসার আগ্রহ প্রকাশ করলেও বুধবারের ম্যাচে তাঁরা সম্ভবত আসছেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wt20 dress code cab
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE