Advertisement
১৯ মে ২০২৪
SC East Bengal

SC East Bengal: ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। সব মিটে যাবে। চুক্তি সই হবে। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে।’’

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৭:৪৬
Share: Save:

ইস্টবেঙ্গল আইএসএল খেলবে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ প্রকল্পের উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি। দীর্ঘদিন ধরেই ইস্টবেঙ্গলের চুক্তি জট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছিল সব পক্ষ। এই ঘোষণার পরই স্বস্তি লাল-হলুদ ক্লাবে।

মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল ক্লাবের উদ্দেশে বলেন, ‘‘ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। সব মিটে যাবে। চুক্তি সই হবে। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। আমার কাছে সেরকম তথ্যই রয়েছে। আমি এটুকু বলতে পারি, একটু ছেড়ে খেলুন। তা হলে চুক্তিটা হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। পাঁচ বছরের জন্য কেউ দায়িত্ব নেবে, এটাও মুখের কথা নয়। পঞ্চাশ কোটি টাকা করে লাগে। তাদেরও অনেক বলে রাজি করানো হয়েছে। সদস্যদের নিয়ে যে সমস্যা ছিল সেটাও মিটে গিয়েছে। বাকিটাও আশা করি দ্রুত সমাধান হবে।’’

গত মরশুমেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি করে শেষ মুহূর্তে আইএসএল-এ খেলেছিল ইস্টবেঙ্গল। সে কথাও ফের মনে করিয়ে দেন মমতা। তিনি বলেন, ‘‘ইস্টবেঙ্গল বাংলার ক্লাব। ইনভেস্টর পাচ্ছিল না। ওদিকে মোহনবাগান আইএসএল-এ চলে গিয়েছিল। সেই কারণে আমি ব্যাপারটায় ঢুকেছিলাম। এবারেও হয়ে যাবে।’’

২১ শে জুলাই ক্লাবের সামনে বিক্ষুব্ধ সমর্থকদের ওপর লাঠি চার্জ করেছিল পুলিশ। সেই সময় সমর্থকদের আশ্রয় দিতে নিজেদের ক্লাবের গেট খুলে দিয়েছিল মোহনবাগান। সেই কথা ফের মনে করিয়ে মমতা বলেন, ‘‘আপনাদের সমর্থকদের জন্য মোহনবাগান গেট খুলে দিয়েছিল। আমি মনে করি, এই সম্পর্কটাই থাকা উচিত। ভালবাসা ভালবাসার জায়গায়, প্রতিযোগিতা প্রতিযোগিতার জায়গার। খেলাধুলোর মধ্যে দিয়ে একে অপরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE