Advertisement
১৭ মে ২০২৪

আজ জিতলে লিগ প্রায় ইস্টবেঙ্গলের

কলকাতা লিগ জিততে বাকি তিন ম্যাচ থেকে দরকার চার পয়েন্ট। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য চাইছেন ডার্বির আগেই তিন পয়েন্ট তুলে নিতে। তা হলে রবিবার মোহনবাগানের বিরুদ্ধে ড্র করলেই লিগ ঘরে ঢুকে পড়বে লাল-হলুদে। সেই লক্ষেই বুধবার বারাসতে কালীঘাট এমএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। বুধবার দেশব্যাপী চব্বিশ ঘণ্টার ধর্মঘট বলে মঙ্গলবার রাতেই দুই টিমকে রাজারহাটের হোটেলে রাখার বন্দোবস্ত করেছে আইএফএ।

ডার্বির ঢাকে কাঠি। সঞ্জয় সেনের হাতে গলদা চিংড়ি। বিশ্বজিৎ ভট্টাচার্য ডালিতে ইলিশ নিয়ে। মঙ্গলবার শহরে এক অনুষ্ঠানে। ছবি: উৎপল সরকার

ডার্বির ঢাকে কাঠি। সঞ্জয় সেনের হাতে গলদা চিংড়ি। বিশ্বজিৎ ভট্টাচার্য ডালিতে ইলিশ নিয়ে। মঙ্গলবার শহরে এক অনুষ্ঠানে। ছবি: উৎপল সরকার

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৮
Share: Save:

কলকাতা লিগ জিততে বাকি তিন ম্যাচ থেকে দরকার চার পয়েন্ট। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য চাইছেন ডার্বির আগেই তিন পয়েন্ট তুলে নিতে। তা হলে রবিবার মোহনবাগানের বিরুদ্ধে ড্র করলেই লিগ ঘরে ঢুকে পড়বে লাল-হলুদে।
সেই লক্ষেই বুধবার বারাসতে কালীঘাট এমএসের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। বুধবার দেশব্যাপী চব্বিশ ঘণ্টার ধর্মঘট বলে মঙ্গলবার রাতেই দুই টিমকে রাজারহাটের হোটেলে রাখার বন্দোবস্ত করেছে আইএফএ। বুধবার গয়েশপুরে সাই-আর্মি ম্যাচও হবে বলে জানিয়েছে আইএফএ।
লিগে এই মুহূর্তে সাত ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৯। এ দিন সকালে নিজেদের মাঠে অনুশীলনের পর বিশ্বজিৎ বলেন, ‘‘লিগ জিততে আরও চার পয়েন্ট দরকার। তার আগে লিগ যে আমাদের হাতে চলে এসেছে, বলা যাবে না। কালীঘাট অবনমনের আওতায় থাকলেও ওদের সমীহ করতে হবে। কারণ অবনমন বাঁচানোর জন্য লড়বে ওরাও।’’ কার্ড সমস্যায় গত ম্যাচে মাঠের বাইরে থাকা সামাদ আলি দলে ফিরছেন। তবে প্রথম একাদশে তাঁকে রাখছেন না লাল-হলুদ কোচ।
বড় ম্যাচের আগে এ দিন বাঘাযতীনে এক রেস্তোরাঁর উদ্বোধনে গিয়েছিলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দুই কোচ সঞ্জয় সেন ও বিশ্বজিৎ ভট্টাচার্য। সেখানে দু’জনের মুখেই বৈরিতার বদলে শোনা গিয়েছে সম্প্রীতির বাণী।

বুধবার কলকাতা লিগ

ইস্টবেঙ্গল : কালীঘাট এমএস (বারাসত, ৩-৩০)

সাই : আর্মি একাদশ (গয়েশপুর, ৩-৩০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE