Advertisement
১৭ মে ২০২৪

শেষ ষোলোয় ইংল্যান্ড,ওয়েলসও

রয় হজসনের ইউরো অভিযান চলতে থাকল। সোমবার রাতে স্লোভাকিয়ার বিরুদ্ধে ০-০ ড্র করে শেষ ষোলোয় ইংল্যান্ড। গোটা ম্যাচেই আক্রমণের পর আক্রমণ তৈরি করেন স্টারিজ-ভার্ডিরা। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে সুযোগ নষ্ট হয়। জ্যাক উইলশেয়ারও মাঝমাঠ থেকে বেশি কিছু মুভ তৈরি করতে পারেননি।

আটকে গেল স্টারিজের ইংল্যান্ড। (ডান দিকে) গোল করে বেলের উচ্ছ্বাস। ছবি: এএফপি

আটকে গেল স্টারিজের ইংল্যান্ড। (ডান দিকে) গোল করে বেলের উচ্ছ্বাস। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৯:৫৭
Share: Save:

রয় হজসনের ইউরো অভিযান চলতে থাকল। সোমবার রাতে স্লোভাকিয়ার বিরুদ্ধে ০-০ ড্র করে শেষ ষোলোয় ইংল্যান্ড।

গোটা ম্যাচেই আক্রমণের পর আক্রমণ তৈরি করেন স্টারিজ-ভার্ডিরা। কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে সুযোগ নষ্ট হয়। জ্যাক উইলশেয়ারও মাঝমাঠ থেকে বেশি কিছু মুভ তৈরি করতে পারেননি।

শেষ ম্যাচ ড্র করার খেসারত অবশ্য চোকাতে হল ইংল্যান্ডকে। কারণ প্রতিবেশী ওয়েলস ৩-০ হারাল রাশিয়াকে। ফলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শেষ করল ওয়েলস। প্রথমার্ধের শুরুতেই অ্যারন র‌্যামসির গোলে ১-০ এগোয় ওয়েলস। যার কিছুক্ষণ পরেই ভারতীয় বংশোদ্ভূত নিল টেলর ২-০ করেন। যে টেলরের মা কলকাতার বাসিন্দা ছিলেন। বিরতির পরেও আক্রমণ করতে থাকে ক্রিস কোলম্যানের দল। প্রথম দুই ম্যাচের মতো ফের গোল করেন গ্যারেথ বেল। তবে এ বার ফ্রি-কিক নয়। ওপেন প্লে থেকে গোল করে জয় নিশ্চিত করেন ওয়েলশ উইজার্ড। যিনি তিন গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হলেন।

পাশাপাশি আবার রবিবার রাতে গোল না পেলেও অপরাজিত থেকে ইউরোর নক আউটে উঠল ফ্রান্স। রবিবার সুইৎজারল্যান্ডের সঙ্গে ০-০ ম্যাচ অবশ্য ঘটনাবিহীন ছিল না। সুইৎজারল্যান্ড গোল না পাক ম্যাচে তাদের চার জন প্লেয়ারের জার্সি ছিঁড়ে যায়। যেটা নিয়ে কম হইচই হয়নি। বলা হচ্ছে, রবিবার গোলকিপারের থেকেও বেশি ব্যস্ততা ছিল সুইস কিট ম্যানের। যাঁকে চারটে অতিরিক্ত জার্সির ব্যবস্থা করতে হয় ম্যাচ চলাকালীন। যার মধ্যে প্রথমার্ধেই তিনটে জার্সি ছেঁড়ে। গ্রানিত জাকার জার্সি তো দ্বিতীয়ার্ধেও ছিঁড়ে যায়। জাকা সম্ভবত রেকর্ডও করে ফেলেছেন ৯০ মিনিটে সবচেয়ে বেশি জার্সি পরিবর্ত করার ক্ষেত্রে। যখন ম্যাচ শেষ হয় তিনি চার নম্বর জার্সি পরেছিলেন। তাতে অবশ্য ক্ষতি হয়নি তেমন। গোল না করতে পারলেও এক পয়েন্ট নিশ্চিত করে নক আউটে উঠে যায় সুইৎজারল্যান্ড। এ দিনের দ্বিতীয় ম্যাচে আলবেনিয়া ১-০ রোমানিয়াকে হারিয়ে নক আউটে যাওয়ার আশা জিইয়ে রাখল। ছিটকে গেল রোমানিয়া। এই ম্যাচে আবার দর্শকদের আতসবাজি জ্বালানো আর আলবেনিয়ার সমর্থক মাঠে ঢুকে পড়া নিয়ে তদন্ত করছে উয়েফা। শাস্তি হতে পারে দু’দলেরই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE