Advertisement
০১ জুন ২০২৪
roger federer

Roger Federer: খেতে এসে ট্যাটু ভক্তের সঙ্গে দেখা, মুগ্ধ ফেডেরার, দেখুন ভিডিয়ো

তিন বার হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও সুস্থ হতে পারেননি ফেডেরার। অনুশীলন শুরু করতে পারেননি। নিজের সুস্থতার মন্থরতা নিয়ে কিছুটা হতাশ তিনি।

রজার ফেডেরার।

রজার ফেডেরার। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৭:৪৪
Share: Save:

হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও কোর্টে ফিরতে পারেননি রজার ফেডেরার। গত বছর উইম্বলডনের পর তাঁকে আর কোর্টে দেখা যায়নি। আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

বন্ধুদের সঙ্গে সম্প্রতি এক রেস্তরাঁয় খেতে যান ফেডেরার। সেখানেই খেতে আসেন তাঁর এক অন্ধ ভক্তও। যাঁর হাতে ট্যাটু করে টেনিস কোর্ট আঁকা রয়েছে। সঙ্গে লেখা রয়েছে ফেডেরারের বিখ্যাত উক্তি, ‘কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই। একে আলিঙ্গন করুন।’

ফেডেরারকে দেখে নিজের উচ্ছ্বাস গোপন রাখতে পারেননি ওই ভক্ত। সোজা চলে যান সুইস টেনিস খেলোয়াড়ের কাছে। জামার হাতা গুটিয়ে ফেডেরারকে দেখান হাতের ট্যাটু। জানান তাঁকে নিয়ে নিজের মুগ্ধতার কথা। ভক্তের হাতে নিজের বিখ্যাত উক্তির ট্যাটু দেখে খুশি হন ফেডেরারও। তাঁকে ধন্যবাদ জানিয়ে আলিঙ্গন করেন উঠে দাঁড়িয়ে। সে সময় রেস্তরাঁয় উপস্থিত সকলেই তাঁদের অভিনন্দন জানান। ভক্তের সঙ্গে ফেডেরারের কথা বলার সেই ভিডিয়ো নেটমাধ্যমে দিয়েছে এটিপি।

দিন কয়েক আগেই নিজের সুস্থতা নিয়ে হতাশা প্রকাশ করেন ফেডেরার। ৪০ বছরের টেনিস খেলোয়াড় জানান, তাঁর হাঁটুর উন্নতি হচ্ছে খুবই মন্থর গতিতে। কবে আবার কোর্টে ফিরতে পারবেন, তাও নিশ্চিত করে জানাতে পারেননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

roger federer Tennis fan Resturant tattoo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE