Advertisement
২১ মে ২০২৪
football

টোটাল ফুটবলের জন্মদাতার নামে স্টেডিয়ামের উদ্বোধন করল বার্সেলোনা

নেদারল্যান্ডসের কিংবদন্তি জন ক্রুয়েফের নামে এবার স্টেডিয়াম গড়ল বার্সেলোনা। তার উদ্বোধন হল মঙ্গলবার।

জন ক্রুয়েফ স্টেডিয়াম। ছবি- টুইটার থেকে

জন ক্রুয়েফ স্টেডিয়াম। ছবি- টুইটার থেকে

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ১৯:২২
Share: Save:

ফুটবল জীবনে তিনি যেমন ছিলেন অসাধারণ স্ট্রাইকার, পরবর্তী সময় কোচিং জীবনেও গড়ে তুলে ছিলেন অপ্রতিরোধ্য দল। ক্রুয়েফের সঙ্গে বার্সেলোনার সম্পর্ক শুরু হয় ১৯৭৩ সাল থেকে। সেই বছর আয়াক্স থেকে স্পেনে আসেন ফুটবলের অন্যতম সেরাএই কিংবদন্তি। তাঁর পাঁচ বছরের বার্সেলোনা কেরিয়ারে তিনি ১৪৩ ম্যাচে করেছিলেন ৪৮টি গোল। ফুটবল পরবর্তী সময় কোচ জন ক্রুয়েফ ফিরে আসেন বার্সেলোনায় ১৯৮৮ সালে। আট বছর তিনি দায়িত্বে ছিলেন বার্সেলোনার। জিতেছেন একাধিক ট্রফি। তিনিই প্রথম টোটাল ফুটবলের আবিষ্কর্তা। এখন যে টোটাল ফুটবলের অন্যতম উদাহরণ পেপ গুয়ারদিওলার ম্যানচেস্টার সিটি।

সেই নেদারল্যান্ডসের কিংবদন্তি জন ক্রুয়েফের নামে এবার স্টেডিয়াম গড়ল বার্সেলোনা। তার উদ্বোধন হল মঙ্গলবার। বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ এবং আয়াক্স দলের মধ্যে ম্যাচ দিয়ে উদ্বোধন করা হল এই মাঠের। ক্যাটেগরি থ্রি লেভেলের এই স্টেডিয়াম ব্যবহার করা হবে বার্সেলোনা ‘বি’ টিম এবং মহিলা দলের জন্য। অনূর্ধ্ব-১৯ দলও ব্যবহার করবে এই মাঠ, ইউরোপিয়ান প্রতিযোগিতার জন্য।

আরও পড়ুন: ডার্বির আগে স্বস্তি বাগান শিবিরে, লিগে প্রথম জয় চামোরোদের

স্টেডিয়ামের উদ্বোধনে উপস্থিত ছিলেন জন ক্রুয়েফের পরিবারের সদস্যরা। ছিলেন ক্রুয়েফের ‘ড্রিম-টিম’-এ খেলা সার্জি বারজুয়ান, অ্যালবার্ট ফেরারের মতো প্রাক্তন বার্সেলোনা তারকারা। ছিলেন লিওনেল মেসি, জেরার্ড পিকে, সের্জিও বুস্কেটসরাও।

মেসিদের সঙ্গে ক্রুয়েফের পরিবার। ছবি- সোশ্যাল মিডিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football barcelona johan cruyff
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE