Advertisement
০১ নভেম্বর ২০২৪

হারের হ্যাটট্রিক করল গোয়া

এফসি গোয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে একেবারে অন্য রকম প্রতিবাদ জানাল চেন্নাইয়ানের সমর্থকরা। বৃহস্পতিবার এলানো ব্লুমারের মুখোশ পরে গ্যালারিতে হাজির হয়েছিলেন মাতেরাজ্জির টিমের কয়েকশো সমর্থক। গত বছর গোয়াতে গিয়ে এলানোকে যে ভাবে অপমানিত হতে হয়েছিল, তার জবাবে নীরব প্রতিবাদের রাস্তাই বেছে নিয়েছিলেন তাঁরা।

এলানোর মুখোশ নিয়ে অভিনব প্রতিবাদ অভিষেকদের। বৃহস্পতিবার চেন্নাইয়ে। ছবি: টুইটার

এলানোর মুখোশ নিয়ে অভিনব প্রতিবাদ অভিষেকদের। বৃহস্পতিবার চেন্নাইয়ে। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০৩:৩৮
Share: Save:

এফসি গোয়ার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে একেবারে অন্য রকম প্রতিবাদ জানাল চেন্নাইয়ানের সমর্থকরা।

বৃহস্পতিবার এলানো ব্লুমারের মুখোশ পরে গ্যালারিতে হাজির হয়েছিলেন মাতেরাজ্জির টিমের কয়েকশো সমর্থক। গত বছর গোয়াতে গিয়ে এলানোকে যে ভাবে অপমানিত হতে হয়েছিল, তার জবাবে নীরব প্রতিবাদের রাস্তাই বেছে নিয়েছিলেন তাঁরা। আর চেন্নাই সমর্থকদের এই প্রতিবাদই যেন ছুঁয়ে গিয়েছিল মার্কো মাতেরাজ্জির টিমকেও। যার ফল পাওয়া গেল মাঠের খেলাতেও। এ দিন এফসি গোয়াকে ২-০ হারিয়ে চেন্নাইয়ের ফুটবলাররাও যেন মান রাখলেন সমর্থকদের প্রতিবাদের। এ বার আইএসএলে এটাই প্রথম জয় চেন্নাইয়ের। ম্যাচের পর দলের অন্যতম প্রধান কর্ণধার অভিষেক বচ্চনও বলে দেন, ‘‘আমাদের এই জয়টা এসেছে এলানো ব্লুমারের জন্য।’’

গত বছর আইএসএল ফাইনালে চেন্নাই এবং গোয়া— দুই দলের ফুটবলার-কর্তারা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। যার জেরে এফসি গোয়ার কর্তারা চেন্নাইয়ানের তারকা প্লেয়ার এলানো ব্লুমারের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করে তাঁকে রীতিমতো হেনস্তা করেন। তার জন্য শাস্তিও পেতে হয়েছে গোয়ার ওই সংশ্লিষ্ট কর্তাদের। কিন্তু এক বছর আগের সেই অপমান ভোলেনি চেন্নাই। যা এ দিন গোয়াকে তারা হাতেনাতে ফিরিয়ে দেয়।

নিজে সশরীরে না থাকলেও, পরোক্ষে এলানো এ দিন পুরো টিমকে তাতিয়ে দিয়েছিলেন। গত বছর চেন্নাইকে আইএসএল চ্যাম্পিয়ন করার অন্যতম প্রধান কারিগরও তো ছিলেন ব্রাজিলের এই তারকা প্লেয়ার। এর নিট ফল, বিরতির আগেই মুলডার এবং মেহরাজউদ্দিনের গোলে ২-০ এগিয়ে যায় চেন্নাইয়ান। বিরতির পর গোয়া বেশ কিছু সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি। এ দিনের জয়ের ফলে কিছুটা হলেও অক্সিজেন পেল গত বারের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচের পর তাদের পয়েন্ট এখন চার। গোয়া অবশ্য এখনও খাতা খোলেনি। তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে তারা। কলকাতায় আসার আগে গোয়ার ঘাড়ে হারের হ্যাটট্রিকের বোঝা রয়েছে। যেটা জিকোর টিমের কাছে মারাত্মক চাপের। উল্টোদিকে ঘরের মাঠে খেলা হলেও আইএসএল তালিকায় লাস্টবয় গোয়ার বিরুদ্ধে আটলেটিকো দে কলকাতাকে বাড়তি সতর্ক থাকতে হবে। কারণ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া টিম কিন্তু সব সময়ই ভয়ঙ্কর।

অন্য বিষয়গুলি:

FC Goa ISL 2016 Lost 3 match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE