সোমবার মোহনবাগান তাঁবুতে গিয়ে আইএসএল জয়ের অভিনন্দন জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।
তিন বছর পর বাংলায় এল আইএসএল ট্রফি। শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাটলেটিকো দি কলকাতা। এ বার এটিকে মোহনবাগান। সেই অর্থে এই প্রথম বড় ক্লাবের তাঁবুতে ঢুকল দেশের এক নম্বর লিগের ট্রফি। সবুজ-মেরুন জনতার আনন্দের বাঁধ ভেঙেছে শনিবার রাত থেকেই। খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
রবিবার ট্রফি নিয়ে কলকাতায় ফিরেছেন প্রীতম কোটালরা। সোমবার মোহনবাগান তাঁবুতে যাবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টার সময় সবুজ-মেরুন তাঁবুতে যাবেন তিনি। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কর্তা, কোচ, ফুটবলারদের অভিনন্দন জানাতে যাবেন মুখ্যমন্ত্রী। এই খবর সমাজমাধ্যমে জানিয়েছেন মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ।
আইএসএল ফাইনালের কয়েক দিন আগে একটি বণিক সভার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল মোহনবাগান সচিব দেবাশিস দত্তর। তখনই ফাইনালের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁকে দেখে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘অরূপ, তুমি তো এর আগে দু’বার আইএসএল ফাইনাল দেখতে গিয়েছিলে। দু’বারই কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল। এ বারও চলে যাও না। মোহনবাগানকে চ্যাম্পিয়ন করে আনো।’’ তাঁর কথা মতো গোয়ায় গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। শনিবার ফাইনালে সারাক্ষণ ছিলেন সঞ্জীব গোয়েঙ্কার পাশে।
মুখ্যমন্ত্রী সব সময়ই চেষ্টা করেছেন কলকাতার বড় ক্লাবগুলির পাশে থাকার। আর্থিক অনুদান দিয়েছেন। তাঁর পরামর্শেই দুই বড় ক্লাবে গড়ে উঠেছে স্পোর্টস লাইব্রেরি। ইস্টবেঙ্গলে বিনিয়োগকারীর সমস্যা মিটিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলার অনুমতি দিয়েছেন এক কথায়। মোহনবাগানের আইএসএল সাফল্যেও তাই ছুটে যাচ্ছেন অভিনন্দন জানাতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy