Advertisement
১৪ জুন ২০২৪
david beckham

David Beckham: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সাহায্যার্থে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিলেন বেকহ্যাম

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের একের পর এক শহর দখল করছে। ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। এই পরিস্থিতিতে মাটির তলায় স্টেশনে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সেখানেই গড়ে তোলা হয়েছে হাসপাতাল। পরিস্থিতি খারাপ হলেও প্রতিরোধের বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।   

ইউক্রেনের পাশে দাঁড়ালেন বেকব্যাম

ইউক্রেনের পাশে দাঁড়ালেন বেকব্যাম ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ১১:২০
Share: Save:

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করার পর ইউক্রেনবাসীর উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়েছেন ক্রীড়াজগতের অনেক ব্যক্তিত্ব। সেই তালিকায় এ বার নাম জুড়ল ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউক্রেনের এক চিকিৎসকের হাতে তুলে দিয়েছেন তিনি। সে দেশের পরিস্থিতি যাতে অনেক বেশি মানুষের কাছে পৌঁছয় সেই লক্ষ্যেই এই পদক্ষেপ করেছেন বেকহ্যাম।

ইনস্টাগ্রামে বেকহ্যামের অনুরাগীর সংখ্যা ৭ কোটি ১৪ লক্ষের বেশি। সেখানে একটি ভিডিয়ো বার্তায় বেকহ্যাম বলেন, ‘‘আমি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইরিনার হাতে তুলে দিয়েছি। তিনি খারকিভের প্রসূতি হাসপাতালের প্রধান। যুদ্ধের মধ্যেই ইরিনা ও তাঁর সহকর্মীরা নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখানোর চেষ্টা করছেন। তাঁদের লড়াইয়ের কাহিনি আমার ইনস্টাগ্রামে দেখতে পাবেন। যত পারবেন সাহায্য করুন। আমার ইনস্টাগ্রামের মাধ্যমেই সবাই সাহায্য করতে পারবেন। এগিয়ে আসুন।’’

বেকহ্যামের আর্জির ফল মিলতে শুরু করেছে। ইতিমধ্যেই অনেকে অর্থ সাহায্য করেছেন। সেই সাহায্যের কথাও জানানো হয়েছে ফুটবল তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের একের পর এক শহর দখল করছে। ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। এই পরিস্থিতিতে মাটির তলায় স্টেশনে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সেখানেই গড়ে তোলা হয়েছে হাসপাতাল। পরিস্থিতি খারাপ হলেও প্রতিরোধের বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

david beckham Russia Ukraine War instagram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE