Advertisement
১৪ জুন ২০২৪
2022 Qatar World Cup

কেরলের নদীতে মেসি বনাম নেমার

লিয়োনেল মেসি জানিয়েই দিয়েছেন, তাঁর জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন কাতারে। লিয়ো তাঁর স্বপ্নপূরণ করতে পারেন কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

উন্মাদনা: কেরলের নদীতে মেসি ও নেমারের সেই কাটআউট। পিটিআই।

উন্মাদনা: কেরলের নদীতে মেসি ও নেমারের সেই কাটআউট। পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ০৮:৪৩
Share: Save:

বিশ্বকাপে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র বনাম লিয়োনেল মেসি দ্বৈরথের আগে কাতার থেকে বহু দূরে শুরু হয়ে গিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। কোথায় শুরু হয়েছে সেই লড়াই? না, ভারতের কেরলে। সেখানকার কুরুঙ্গাত্তু কাদাভু নদীতে মেসির ৩০ ফুট কাটআউট লাগিয়েছেন আর্জেন্টিনা ভক্তরা। পাল্টা জবাব দিয়ে এর পরেই ব্রাজিলের ভক্তরা দাঁড় করিয়ে দেন নেমারের ৪০ ফুট কাটআউট। নদীর বুকে শুরু হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা চিরন্তন দুই দেশের লড়াই।

কিন্তু ব্রাজিল ভক্তরা ১০ ফুট বেশি উঁচু নেমারের কাটআউট লাগানোর পরেও দমে যাননি মেসি-ভক্তরা। তাঁরা আর্জেন্টিনার পতাকায় ভরিয়ে দেন নদীর আশপাশটা। ১৯৮৬-তে দিয়েগো মারাদোনার অসাধারণ ফুটবল দক্ষতায় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তার পর থেকে কাপ থেকে গিয়েছে অধরা।

লিয়োনেল মেসি জানিয়েই দিয়েছেন, তাঁর জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন কাতারে। লিয়ো তাঁর স্বপ্নপূরণ করতে পারেন কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। তেমনই ব্রাজিলও কাপের খরা মেটানোর লক্ষ্যে রয়েছে নেমারের দক্ষতার উপরে ভর করে। দু’দেশের দ্বৈরথ নিয়ে যে এখন থেকেই কতটা আগ্রহ তৈরি হয়েছে, তা বলে দিচ্ছে কেরলের নদীতে ভক্তদের লড়াই।এর মধ্যেই আবার পর্তুগালের ভক্তরা নদীতে বসিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশাল কাটআউট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Neymar Jr. 2022 FIFA World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE