Advertisement
০১ জুন ২০২৪
Sunil Chhetri Retirement

৫ রেকর্ড: সুনীলের যে কীর্তিগুলি ভারতীয় ফুটবলারদের পক্ষে ভাঙা কঠিন

দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অনেক নজির গড়েছেন সুনীল। এমন অনেক কীর্তি রয়েছে যা ভাঙা বেশ কঠিন। তার মধ্যে থেকেই পাঁচটি খুঁজে নেওয়া হল।

cricket

সুনীল ছেত্রী। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২৪ ১৭:৪৫
Share: Save:

বৃহস্পতিবার একটি ভিডিয়োবার্তায় নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক জানিয়েছেন, ৬ জুনই তাঁর শেষ ম্যাচ। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারে অনেক নজির গড়েছেন সুনীল। তাঁর মধ্যে এমন অনেক কীর্তি রয়েছে যা ভাঙা বেশ কঠিন। তার মধ্যে থেকেই পাঁচটি খুঁজে নেওয়া হল।

প্রথম ভারতীয় হিসাবে তিনটি উপমহাদেশে খেলা

মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ ভারতের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। ফলে এশিয়ার ফুটবলের অন্যতম সেরা তারকা তিনি। একই সঙ্গে স্পোর্টিং ক্লুব দ্য পর্তুগালের হয়ে খেলেছেন, যা ইউরোপ মহাদেশের অন্তর্গত। পাশাপাশি উত্তর আমেরিকার ক্লাব কানসাস সিটি উইজ়ার্ডসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।

এএফসি প্রতিযোগিতায় ভারতীয় হিসাবে সর্বাধিক গোল

এএফসি প্রতিযোগিতায় ১৯টি গোল রয়েছে সুনীল ছেত্রীর। সবই অধুনালুপ্ত এএফসি কাপে। এ ছাড়া তিনি দু’বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন। চার্চিল ব্রাদার্স এবং বেঙ্গালুরু এফসি-র হয়ে।

আইএসএলে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি হ্যাটট্রিক

এখনও পর্যন্ত দু’টি হ্যাটট্রিক রয়েছে সুনীলের। আর কোনও ভারতীয় ফুটবলারের এই নজির নেই।

আন্তর্জাতিক ফুটবলে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি গোল

ভারতীয় ফুটবলে সুনীলের ধারেকাছে কেউ নেই। সক্রিয় ফুটবলারদের মধ্যেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিয়োনেল মেসি রয়েছেন সুনীলের উপরে। ১৫০টি ম্যাচে ৯৪টি গোল করেছেন সুনীল। অভিষেক ম্যাচেই তিনি গোল করেছিলেন। ধীরে ধীরে ভাইচুং ভুটিয়া, আইএম বিজয়নদের টপকে যান। এই মুহূর্তে দেশের হয়ে ৯৪টি গোল করা যে কোনও ফুটবলারের কাছেই কঠিন। সুনীলের এই নজির অক্ষত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সাত বার ভারতের বর্ষসেরা ফুটবলার

নিজের ক্রীড়াজীবনে সাত বার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি। সর্বভারতীয় ফুটবল সংস্থা এই পুরস্কার চালু করার পর আর কেউ এত বার পুরস্কার পাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunil Chhetri Indian Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE