Advertisement
১৭ জুন ২০২৪
Surajit Sengupta

Surajit Sengupta: সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক

সোমবার ইলেকটিভ ট্রাকিয়োস্টমি পরীক্ষার পর সুরজিৎ সেনগুপ্তের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২-৯৫ শতাংশের মধ্যে রয়েছে। গভীর আচ্ছন্ন ভাব রয়েছে।

সুরজিৎ সেনগুপ্ত।

সুরজিৎ সেনগুপ্ত। —ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ২০:২৯
Share: Save:

প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সঙ্কটজনক। টানা ১৮ দিন ধরে তাঁকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে। নতুন করে শারীরিক কোনও সমস্যা দেখা যায়নি সুরজিতের।

মঙ্গলবার হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, সোমবার ইলেকটিভ ট্রাকিয়োস্টমি পরীক্ষার পর সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২-৯৫ শতাংশের মধ্যে রয়েছে। গভীর আচ্ছন্ন ভাব রয়েছে। ভ্যাসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। মূত্র নির্গমন সামান্য বেড়েছে। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কমেছে। নতুন করে জ্বর আসেনি। ওযুধের সাহায্যে নিয়ন্ত্রণে রয়েছে হৃদস্পন্দন।

ডাঃ অজয় কৃষ্ণ সরকারের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ সুরজিতের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কার্ডিয়োলজি এবং নেফ্রোলজি সংক্রান্ত পর্যবেক্ষণ করেছেন যথাক্রমে অঞ্জন লাল দত্ত এবং জয়ন্ত কুমার বসু। করোনা সংক্রমণ এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন ফুটবলারকে। প্রথমে কিছুটা উন্নতি হলেও পরে ক্রমশ অবনতি হতে শুরু করে তাঁর শারীরিক অবস্থার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Surajit Sengupta football COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE