Advertisement
০১ নভেম্বর ২০২৪
Harry Kane

FIFA World Cup Qualifiers: হ্যাটট্রিকে গ্রিভসকে ছুঁলেন হ্যারি, সফল লেয়নডস্কিও

‘সি’ গ্রুপে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইটালি। সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়েই গোলপার্থক্যে দুই নম্বরে সুইসরা।

তাণ্ডব: আলবেনিার বিরুদ্ধে শূন্যে শরীর ভাসিয়ে ভলি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের।

তাণ্ডব: আলবেনিার বিরুদ্ধে শূন্যে শরীর ভাসিয়ে ভলি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের। ছবি গেটি ইমেজেস।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ০৬:১৪
Share: Save:

বিশ্বকাপ যোগ্যতা পর্ব

ইংল্যান্ড ৫ আলবেনিয়া ০

ইউরো ২০২০ ফাইনালে পেনাল্টি নষ্ট করার পর থেকেই তিনি হারিয়ে ফেলেছিলেন ছন্দ। চলতি মরসুমে ইপিএলে টটেনহ্যাম হটস্পারের হয়েও শেষ দশ ম্যাচে তাঁর গোল মাত্র একটি!

শুক্রবার সমস্ত ক্লান্তি ঝেড়ে ফেলে জ্বলে উঠলেন হ্যারি কেন। ইংল্যান্ডের জার্সিতে উপহার দিলেন ঝলমলে হ্যাটট্রিক। দুর্বল আলবেনিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড জিতল ৫-০। সঙ্গে কাতার বিশ্বকাপের ছাড়পত্রও কার্যত নিশ্চিত করে ফেলল। হিসাব মতো পরের ম্যাচে সান মারিনোর বিরুদ্ধে জয় পেলেই গ্যারেথ সাউথগেটের দলের বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে। ‘আই’ গ্রুপে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড।

তবে এখানেই শেষ নয়। ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে প্রাক্তন ইংল্যান্ড তারকা জিমি গ্রিভসের ৪৪ গোলের নজিরও স্পর্শ করে ফেললেন কেন। তাঁর সামনে এখন রয়েছেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ওয়েন রুনি। যিনি দেশের হয়ে ৫৩টি গোল করেছিলেন। হ্যারির তিনটি গোল ১৮,৩৩ এবং ৪৫+১ মিনিটে। ম্যাচের পরে যা নিয়ে স্পার্স তারকা বলেছেন, “ছন্দে ছিলাম না বলে একটা চাপ তো ছিলই। মাঠে নামার গে নিজেকে বলেছিলাম, ম্যাচে যেটুকু সুযোগ আসবে, তাকে কাজে লাগাতেই হবে। হ্যাটট্রিক করলাম, তবে এ-ও বলতে হবে, ঠিক মতো সব গোল লক্ষ্যে রাখতে পারলে একাই ছয় গোল করতে পারতাম।” দলের বাকি দুই গোলদাতা হ্যারি ম্যাগুয়ের এবং জর্ডান হেন্ডারসন।

জয়ের রাতেই ইংল্যান্ড দলের ম্যাগুয়েরের গোলের পরে উচ্ছ্বাসের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যান ইউ তারকা গোলের পরেই দু’কানের পাশে হাত রেখে গ্যালারির দিকে এগিয়ে যান। যা দেখে অনেকে মনে করছেন, ইপিএলে বিপর্যয়ের পরে যে ভাবে তাঁকেও সমর্থকেরা কাঠগড়ায় তুলেছেন, ম্যাগুয়ের নাকি তারই পাল্টা জবাব দিতে ওই ভঙ্গিতে উল্লাস করেছেন।হ্যারি কেন-এর হ্যাটট্রিকের দিনে ঝলসে উঠলেন চলতি মরসুমে বিধ্বংসী মেজাজে থাকা রবার্ট লেয়নডস্কিও। শুক্রবার তাঁর দেশ পোলান্ড ৪-১ হারিয়েছে অ্যান্ডোরাকে। ম্যাচে জোড়া গোল করলেন বায়ার্ন মিউনিখ তারকা। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের গ্রুপেই দুই নম্বরে রয়েছে পোলান্ড। ম্যাচের পরে পোলিশ তারকা বলেছেন, “দেশের হয়ে গোল করার বিশেষ তৃপ্তি রয়েছে। এই ছন্দই ধরে রাখতে হবে।”

তবে শুক্রবার দেশের মাটিতে রজার ফেডেরারের দেশ সুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধে ১-১ ড্র করে সঙ্কট বাড়ল ইউরো-সেরা ইটালির। এবং ম্যাচের শেষে ভক্তদের প্রবল সমালোচনার মুখে পড়লেন জর্জিনহো। পেনাল্টি নষ্ট করে বসেন চেলসি তারকা।

‘সি’ গ্রুপে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইটালি। সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়েই গোলপার্থক্যে দুই নম্বরে সুইসরা। সোমবার তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ইটালি খেলবে উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সুইৎজ়ারল্যান্ডের প্রতিপক্ষ বুলগেরিয়া। ইউরোপীয় জ়োনে প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি চলে যাবে মূলপর্বে। বাকি তিন দেশ লড়বে প্লে-অফে। শুক্রবারের ফলের পরে ইটালি ভক্তদের মনে জড়ো হয়েছে আতঙ্ক। তিন বছর আগে প্লে-অফে হারের জন্যই রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইটালি। সেই ছবি আবারও ফিরবে না তো?

ইটালি কোচ রবের্তো মানচিনি অবশ্য আশ্বস্ত করেছেন সমর্থকদের। তিনি বলেছেন, “এই ফল প্রত্যাশিত নয়, তবে উদ্বিগ্ন হওয়ারও কারণ নেই। সতর্ক থেকে পরের ম্যাচে জয় নিশ্চিত করতে হবে।”

শুক্রবার অন্য ম্যাচে ইংল্যান্ডের গ্রুপেই ৪-০ জিতেছে হাঙ্গেরি। তবে দুর্বল সান মারিনোর বিরুদ্ধে। গ্রুপে সর্বশেষ স্থানে থাকা সান মারিনোর বিরুদ্ধেই পরের ম্যাচে হ্যারি কেনদের এক পয়েন্ট দরকার।

অন্য বিষয়গুলি:

Harry Kane fifa FIFA World Cup Qualifier
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE