Advertisement
০১ নভেম্বর ২০২৪
Manchester City

EPL: ড্র করে চাপে ম্যান সিটি

প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার আয়েরমিক লাপোর্তে। ম্যাচে ম্যান সিটির ৭৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে ছিল।

গোলের প্রয়াস রিয়াদ মাহরেজের

গোলের প্রয়াস রিয়াদ মাহরেজের ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ০৭:২৩
Share: Save:

রুদ্ধশ্বাস পরিণতির দিকেই যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। সোমবার ম্যাঞ্চেস্টার সিটিকে রুখে দিল ক্রিস্টাল প্যালেস। পয়েন্ট টেবলে দুইয়ে থাকা লিভারপুল এখন পেপ গুয়ার্দিওয়ালার দলের থেকে পিছিয়ে মাত্র চার পয়েন্টে। ম্যান সিটির পয়েন্ট ২৯ ম্যাচে ৭০। লিভারপুলের এক ম্যাচ কম খেলে পয়েন্ট ৬৬। মহম্মদ সালাহরা বুধবার আর্সেনালকে হারালে ব্যবধান দাঁড়াবে মাত্র এক পয়েন্টের।

ক্রিস্টালের বিরুদ্ধে ম্যান সিটির তিন পয়েন্টই পাওয়ার কথা। দু’বার তাদের শট পোস্টে লাগে। প্রথমার্ধে সহজ সুযোগ নষ্ট করেন ডিফেন্ডার আয়েরমিক লাপোর্তে। ম্যাচে ম্যান সিটির ৭৯ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে ছিল। বিপক্ষ গোলে শট ছিল ১৮টি! তার পরেও বিস্ময়কর ভাবে জেতেনি ম্যান সিটি।

তিন সপ্তাহ আগেও ম্যান সিটি টেবলে শীর্ষে ছিল দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে। লিভারপুল ছিল তিনে। এই মুহূর্তে অ্যানফিল্ডের ক্লাবের সবচেয়ে বড় সুবিধে, একটা ম্যাচ কম খেলা। হতে পারে এপ্রিলে সালাহদের সঙ্গে রাহিম স্টার্লিংদের দ্বৈরথেই এ বারের লিগের মীমাংসা হয়ে যাবে।

ম্যাচের ৩০ মিনিটে জোয়াও ক্যানসেলোর শট পোস্টে প্রতিহত হয়ে লাপোর্তের কাছে এসেছিল। যে শট বাইরে মারেন তিনি। দ্বিতীয়ার্ধে কেভিন দ্য ব্রুইনের একটা শটও পোস্টে লেগে বেরিয়ে যায়। রিয়াদ মাহরেজ়, বের্নার্দো সিলভা থেকে জ্যাক গ্রিলিশ, গোল নষ্টের কেউ পিছিয়ে ছিলেন না। প্রসঙ্গত এ বারের লিগে সোমবারই দ্বিতীয় বার কোনও ম্যাচে গোল করতে পারল না ম্যান সিটি। সেটা গত অক্টোবরে ক্রিস্টাল প্যালেসের কাছেই ০-২ হারের পরে প্রথম বার।

ম্যাচের পরে ম্যান সিটি তারকা বের্নাদো সিলভা বলেছেন, ‘‘শুধু মাত্র গোল করতে না পারার জন্যই তিন পয়েন্ট পেলাম না। তবে এখনও ন’টি ম্যাচ আছে। লিভারপুলের থেকে আমরা ভাল জায়গাতেও আছি। সেটাও কম নয়। ভুলে যাবেন না, ওদের এতিহাদে আমাদের সঙ্গেও খেলতে হবে।’’ যোগ করেন, ‘‘প্রিমিয়ার লিগে কোনও ক্লাবকে হারানোই সহজ নয়। আর ড্রয়ের থেকে জয় সবসময়ই ভাল। খুবই ভাল হত যদি লিভারপুলের থেকে ছ’পয়েন্টেই এগিয়ে থাকতে পারতাম। তবে যা হয়নি, তা নিয়ে এখন আর ভাবতে চাই না।’’

পেপ গুয়ার্দিওলার মন্তব্য, ‘‘ফুটবলে ভাগ্য বলে কিছু থাকতে পারে না। জিততে হলে গোল করতেই হত। সেটাই পারিনি। এমনিতে আমি দলের খেলায় হতাশ নই। গোলের সুযোগ তৈরি করাও বড় ব্যাপার। যেটা ছেলেরা প্রথম থেকে শেষ পর্যন্ত করেছে। আর আমরা এখনও এক নম্বরেই আছি।’’ শেষ পর্যন্ত দৌড়ে কে জেতে, সেটাই এখন দেখার।

অন্য বিষয়গুলি:

Manchester City Crystal palace EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE