Advertisement
১৭ মে ২০২৪
Qatar World Cup 2022

তিতের উত্তরসূরি খোঁজার কাজ শুরু ব্রাজিলে

বর্তমানে তিনি যুক্ত রয়েছেন ফ্ল্যামেঙ্গো ক্লাবের সঙ্গে, যারা এ বার কোপা দে ব্রাজিল এবং কোপা লিবের্তাদোরেস ট্রফি জিতেছে চমক দিয়েছে।

সমাপ্তি: বিদায়ের যন্ত্রণা নিয়েই সরে গেলেন তিতে। ফাইল চিত্র

সমাপ্তি: বিদায়ের যন্ত্রণা নিয়েই সরে গেলেন তিতে। ফাইল চিত্র

শুভজিৎ মজুমদার
আল রায়ান শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ০৯:৩৬
Share: Save:

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে মার্কুইনোসের শট পোস্ট লাগতেই এক মুহূর্ত দাঁড়াননি তিতে। সোজা হেঁটে ড্রেসিংরুমে ফিরে যান। প্রায় এক ঘণ্টা কুড়ি মিনিট পরে এডুকেশন সিটি স্টেডিয়ামের সাংবাদিক বৈঠকে এসে জানিয়ে দিলেন, ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বললেন, ‘‘আমার বৃত্ত সম্পূর্ণ হল। আমি আর ব্রাজিলের কোচ নই।’’

ব্রাজিলকে ষষ্ঠ বার বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেই বিদায় নিতে চেয়েছিলেন তিতে। এই কারণেই চার বছর আগে বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের শেষ আট থেকে ছিটকে গেলেও দায়িত্ব ছাড়েননি তিনি। কিন্তু কাতারেও যন্ত্রণাই তাঁর সঙ্গী হল। বললেন, ‘‘দেড় বছর আগেই বলেছিলাম, বিশ্বকাপের পরে দায়িত্ব ছাড়ব। আমি এক কথার মানুষ। নিজের সিদ্ধান্তেই অটল রয়েছি।’’

তিতের জায়গায় ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে এই মুহূর্তে তিন জন রয়েছেন। মানো মেনেজেস, আবেল ফেরিরা ও দোরিভাল জুনিয়র। ব্রাজিলীয় সংবাদমাধ্যমের একাংশের আবার দাবি, ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গুয়ার্দিওলাকে খুবই পছন্দ দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদনাল্দো রদরিগেসের। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা দুটো। প্রথমত সদ্য নতুন চুক্তিতে সই করা লিয়ো মেসিদের প্রাক্তন ম্যানেজারকে ছাড়তে রাজি হবে কি না ম্যান সিটি। দ্বিতীয়ত তাঁকে যে পরিমাণ অর্থ দিতে হবে, সেই সামর্থ এই মুহূর্তে নেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের। ফলে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

সেখানে আবেল ফেরেরাকে নিয়ে কৌতূহল রয়েছে। তিনি বর্তমানে পর্তুগালের পালমেইরাস দলের কোচিং করাচ্ছেন। তবে দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে ফুটবলারদের সঙ্গে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। তাই তাঁকে নিয়ে আগ্রহ রয়েছে ব্রাজিল ফুটবল সংস্থার। দোরিভাল জুনিয়র আবার ব্রাজিলের ক্লাব ফুটবলে খুবই সফল কোচ। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন ফ্ল্যামেঙ্গো ক্লাবের সঙ্গে, যারা এ বার কোপা দে ব্রাজিল এবং কোপা লিবের্তাদোরেস ট্রফি জিতেছে চমক দিয়েছে।

কিন্তু ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই বারবার করে প্রশ্ন উঠছে, শুক্রবার অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নেমারের গোলে এগিয়ে যাওয়া সত্ত্বেও ব্রাজিলের হারের কারণ কী? তিতের ব্যাখ্যা, ‘‘ফুটবলে এ রকম হতেই পারে। তবে আমি গর্বিত ছেলেদের খেলায়। ওরা দুর্দান্ত লড়াই করেছে। আমরা একাধিক সুযোগও পেয়েছিলাম গোল করার। কিন্তু তা কাজে লাগাতে পারিনি।’’ টাইব্রেকারে নেমার কেন প্রথম কিক নিতে যাননি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তিতে বলছেন, ‘‘টাইব্রেকারে শেষ শটটাই সবচেয়ে কঠিন। দলের সবচেয়ে অভিজ্ঞ এবং সেরা ফুটবলারকেই সেই দায়িত্ব দেওয়া হয়। পঞ্চম শট নেমারেরই নেওয়ার কথা ছিল। তার আগেই সব শেষ হয়ে গেল।’’কিন্তু তিতের সেই যুক্তি মানতে পারছেন না য়ুর্গেন ক্লিন্সম্যান। প্রাক্তন জার্মান তারকা বলেছেন, ‘‘নেমারের মতো ফুটবলার টাইব্রেকারে প্রথম শট নিতে আসবে না, সেটা আমি কল্পনা করতে পারি না। আমি কোচ হলে ওকেই প্রথম শট নেওয়ার জন্য বেছে নিতাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE