Advertisement
০৯ মে ২০২৪
UEFA Champions League 2023

বিধ্বংসী বেঞ্জেমায় বিদ্ধ চেলসি

লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ২-৩ গোলে হারের পরে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ভবিষ্যৎ নিয়ে কেউ কেউ শঙ্কিত হয়ে পড়েছিলেন।

Karim Benzema.

উল্লাস: গোল করে বেঞ্জেমার লাফ। মাদ্রিদে বুধবার। রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ০৮:৩০
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে ফের স্বমহিমায় রিয়াল মাদ্রিদ। করিম বেঞ্জেমা-মার্কো আসেন্সিয়ো যুগলবন্দিতে বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবাউতে শেষ আটের প্রথম পর্বের দ্বৈরথে চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে কার্লো আনচেলোত্তির দল।

লা লিগায় ভিয়ারিয়ালের কাছে ২-৩ গোলে হারের পরে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ভবিষ্যৎ নিয়ে কেউ কেউ শঙ্কিত হয়ে পড়েছিলেন। বুধবার রাতে ভিনিসিয়াস জুনিয়ররা বুঝিয়ে দিলেন, আরও একবার ইউরোপ সেরা হওয়ার অন্যতম দাবিদার তাঁরা। খেলা শুরু হওয়ার ২১ মিনিটের মধ্যেই রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জেমা। নেপথ্যে ভিনিসিয়াস। কার্ভাহাল বিপক্ষের ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে ব্রাজিল তারকাকে বল দিয়েছিলেন। ভিনিসিয়াসের শট গোলরক্ষক কেপা কোনও মতে আটকালেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সামনেই থাকা সুযোগসন্ধানী বেঞ্জেমা গোল করে দেন। রিয়ালের জার্সিতে ১৩০তম ম্যাচ ৩৫ বছর বয়সি বেঞ্জেমা স্মরণীয় করে রাখলেন গোল করেই।

বুধবার রাতের এই ম্যাচে আকর্ষণের কেন্দ্রে ছিল গুরু-শিষ্য দ্বৈরথও। আনচেলোত্তি যখন চেলসির দায়িত্বে ছিলেন, তখন তাঁর মাঝমাঠে প্রধান অস্ত্র ছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। বের্নাবাউতে কিন্তু প্রাক্তন ছাত্রের যাবতীয় পরিকল্পনা ভেস্তে দেন রিয়াল ম্যানেজার।দ্বিতীয়ার্ধে রিয়ালের আক্রমণের ঝড় সামলাতে গিয়ে ৫৮ মিনিটে রদ্রিগোকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন বেন চিলওয়েল। দশ জন হয়ে যাওয়ার পরে রক্ষণ শক্তিশালী করে খেলার রণকৌশল নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। তাতে লাভ হয়নি। পরিবর্ত হিসেবে নামা আসেন্সিয়ো ৭৪ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে ২-০ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

UEFA Champions League Real Madrid Chelsea
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE