Advertisement
১২ জুন ২০২৪
Harry Kane

UEFA Nations League: ৬০ বছরে প্রথম বার, হাঙ্গেরির বিরুদ্ধে হার ইংল্যান্ডের, ড্র জার্মানির

১৯৬২ সালের পর প্রথম বার হাঙ্গেরির বিরুদ্ধে হারল ইংল্যান্ড। সেই গ্রুপের অন্য ম্যাচে ড্র জার্মানি-ইটালি ম্যাচ।

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১৩:৩৯
Share: Save:

সামনেই ফুটবল বিশ্বকাপ। তার আগে নেশনস লিগের ম্যাচগুলি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে বিভিন্ন দেশ। শনিবার লিগ এ-র গ্রুপ থ্রি-তে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। ৬০ বছরে প্রথম বার হাঙ্গেরির বিরুদ্ধে হারল তারা। জার্মানি বনাম ইংল্যান্ড ম্যাচ শেষ হয় ১-১ গোলে।

হ্যারি কেন, মেসন মাউন্ট, হ্যারি ম্যাগুয়েরদের ইংল্যান্ড দল গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ। ৯০ মিনিটে ১২টি শট গোলে নিলেও জালে বল জড়াতে পারেনি ইংল্যান্ড। ৬২ মিনিটের মাথায় মাঠে নামেন ইংল্যান্ডের রিচি জেমস। কয়েক মিনিটের মধ্যে নিজেদের বক্সেই জল্ট নেগিকে ফাউল করেন তিনি। পেনাল্টি পায় হাঙ্গেরি। ৬৬ মিনিটের মাথায় সেই পেনাল্টি থেকে গোল করেন দমিনিক জবোজলাই। সেই গোল আর শোধ করতে পারেনি ইংল্যান্ড।

১৯৬২ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিরুদ্ধে হেরেছিল ইংল্যান্ড। এর পর ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। কোনও বারই জিততে পারেনি হাঙ্গেরি। ৬০ বছরে প্রথম বার অঘটন ঘটাল তারা।

সেই গ্রুপের অন্য ম্যাচে জার্মানির মুখোমুখি হয় ইটালি। কিছু দিন আগে আর্জেন্টিনার কাছে কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্সের ফাইনালে হেরে যায় তারা। সেই ম্যাচে হারের পর ইটালি দলে বেশ কিছু পরিবর্তন করে। গোলরক্ষক জিয়ানলুইগি ডোন্নারুম্মা বাদে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা কেউই শনিবার প্রথম একাদশে ছিলেন না। কিন্তু নতুন দল নিয়েও জয় অধরাই থেকে গেল তাদের। ৭০ মিনিটের মাথায় লরেঞ্জো পেল্লেগ্রিনি গোল করেন। তিন মিনিটের মধ্যে সেই গোল শোধ করে দেন জার্মানির জশুয়া কিমিচ।

ইংল্যান্ড পরের ম্যাচে মুখোমুখি হবে জার্মানির। ইটালি খেলবে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা হাঙ্গেরির বিরুদ্ধে। ৮ জুন হবে সেই দু’টি ম্যাচ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE