Advertisement
০৭ মে ২০২৪

কব্জির চোটকে হারিয়ে তিন বছর পর খেতাব গগনজিতের

তিন বছর পর আবার খেতাবে ফিরলেন গগনজিৎ ভুল্লাড়। কোরিয়ায় শিনহান ডংহে ওপেনে নিখুঁত শেষ রাউন্ডে পুরো পাঁচ শটের ব্যবধান মুছে এশীয় ট্যুরে নিজের ষষ্ঠ খেতাব জিতলেন তিনি। এ দিন শুরু থেকেই ছন্দে ছিলেন। অসাধারণ পাটিংয়ের জোরে সাত বার্ডি-সহ স্কোর করেন ৬৭।

কোরিয়ায় তৃপ্ত চ্যাম্পিয়ন। রবিবার। ছবি: এএফপি

কোরিয়ায় তৃপ্ত চ্যাম্পিয়ন। রবিবার। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৬ ০৩:৫৯
Share: Save:

তিন বছর পর আবার খেতাবে ফিরলেন গগনজিৎ ভুল্লাড়। কোরিয়ায় শিনহান ডংহে ওপেনে নিখুঁত শেষ রাউন্ডে পুরো পাঁচ শটের ব্যবধান মুছে এশীয় ট্যুরে নিজের ষষ্ঠ খেতাব জিতলেন তিনি। এ দিন শুরু থেকেই ছন্দে ছিলেন। অসাধারণ পাটিংয়ের জোরে সাত বার্ডি-সহ স্কোর করেন ৬৭। মোট স্কোর ১৫ আন্ডার ২৬৯। তিরিশ ফুটের একটি বার্ডি ছাড়াও পনেরো ফুটের কয়েকটি নিখুঁত পাট বলে দিচ্ছে দু’বছরের পুরনো কব্জির চোট পুরোপুরি সারিয়ে ফেলেছেন কপূরথালার আঠাশ বছরের গল্ফার।

উচ্ছ্বসিত গগনজিৎ বলেন, ‘‘এই জয়ের তাৎপর্য আলাদা। ২০১৩-য় শেষ জিতি। তার পর গত দু’মরসুম জীবনের সবচেয়ে কঠিন সময়ের সঙ্গে লড়েছি। কব্জির চোট টানা ভোগায়। ইউরোপীয় ট্যুরের যোগ্যতা হারাই, এশীয় ট্যুরে উইনার স্ট্যাটাস হাতছাড়া হয়। কঠিন পরিশ্রম আর প্রতিজ্ঞা দিয়ে সেই সব আজ অতিক্রম করতে পেরে আমি গর্বিত।’’ দশ লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের টুর্নামেন্ট জিতে এশীয় ট্যুরের সঙ্গে বিশ্ব র‌্যাঙ্কিংয়েও ঘুরে দাঁড়ানো শুরু হল গগনজিতের। টুর্নামেন্টে পনেরো তম হলেন বেঙ্গালুরুর খালিন জোশী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gaganjeet Bhullar Korea Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE