Advertisement
০১ নভেম্বর ২০২৪

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফিজ, রিয়াজের খেলা নিয়ে সংশয়

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়তো আজ খেলতে পারছেন না মহম্মদ হাফিজ। একে তো ভারতের কাছে হারের পর আফ্রিদি থেকে কোচ ইউনিস সকলেরই ভবিষ্যত এখন সঙ্কটে। তার মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কবলে মহম্মদ হাফিজ। অনুশীলনে হাঁটুতে চোট পান তিনি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১৭:৫২
Share: Save:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়তো আজ খেলতে পারছেন না মহম্মদ হাফিজ। একে তো ভারতের কাছে হারের পর আফ্রিদি থেকে কোচ ইউনিস সকলেরই ভবিষ্যত এখন সঙ্কটে। তার মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের কবলে মহম্মদ হাফিজ। অনুশীলনে হাঁটুতে চোট পান তিনি। পাকিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার জানান, হাফিজের ডান হাঁটুর জয়েন্টে জল জমেছে। তিনি বলেন, ‘‘দু’দিন আগেই হাফিজ হাঁটুতে ব্যথার কথা জানায়। এর পর দলের ফিজিও ওর চিকিৎসা করে। কিন্তু ওর ব্যথা কমেনি। আবার পরীক্ষার পর দেখা যায় ওর ডান হাঁটুর লিগামেন্টেও চোট রয়েছে। মোহালিতে পৌঁছেই ওর এমআরআই করা হয়েছে। সেই রিপোর্টেই ওর হাঁটুতে জল পাওয়া গিয়েছে।’’

যা খবর ম্যাচের আগে আরও একবার দেখা হবে হাফিজকে। তবে তাঁকে না পাওয়ার সম্ভবনাই বেশি। বাংলাদেশের বিরুদ্ধে হাফিজ হাফ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ভারতের বিরুদ্ধে হাফিজকে সাত নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। শুধু হাফিজ নন সংশয়ে ওয়াহাব রিয়াজের খেলাও। বাঁ হাতি এই ফাস্ট বোলার ফিল্ডিং অনুশীলনের সময় কানের পাশ‌ে বল লেগে আহত হন। সিটি স্ক্যানের পর দেখা গিয়েছে চোট গুরুতর নয়। কিন্তু তাঁকে আপাতত নজরে রাখা হয়েছে। হাফিজকে নিয়েও ম্যাচের আগে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলে মিডিয়া ম্যানেজার।

আরও খবর

ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ভাইরাল ভিডিও

অন্য বিষয়গুলি:

Mohammad Hafeez Wahab Riaz Pakistan wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE