Advertisement
০৩ জুন ২০২৪

ক্যারিবিয়ান নাচ গ্লেনের

মহেন্দ্র সিংহ ধোনির ভারত হারায় আনন্দে আটখানা ত্রিনিদাদ টোবাগোর বিশ্বকাপার গ্লেন। শেষ বলে ওয়েস্ট ইন্ডিজ ছয় মেরে ম্যাচ জেতার পর গান চালিয়ে উদ্দাম নাচতে শুরু করেন গ্লেন। শুধু তাই নয়, কিংশুক দেবনাথ, দেবজিৎ মজুমদার, মণীশ ভার্গবদেরও নিজের দলে টেনে নেন তিনি। বৃহস্পতিবার রাতে সবুজ-মেরুন শিবিরে এ যেন ছিল টিম ইউনিটির বড় উদাহরণ। এই নাচের ভিডিও পোস্ট করে গ্লেন নিজেও টিম ইউনিটির কথাই বলেছেন।

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০৩:৩২
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির ভারত হারায় আনন্দে আটখানা ত্রিনিদাদ টোবাগোর বিশ্বকাপার গ্লেন। শেষ বলে ওয়েস্ট ইন্ডিজ ছয় মেরে ম্যাচ জেতার পর গান চালিয়ে উদ্দাম নাচতে শুরু করেন গ্লেন। শুধু তাই নয়, কিংশুক দেবনাথ, দেবজিৎ মজুমদার, মণীশ ভার্গবদেরও নিজের দলে টেনে নেন তিনি। বৃহস্পতিবার রাতে সবুজ-মেরুন শিবিরে এ যেন ছিল টিম ইউনিটির বড় উদাহরণ। এই নাচের ভিডিও পোস্ট করে গ্লেন নিজেও টিম ইউনিটির কথাই বলেছেন।

এ দিন সকাল থেকেও দারুণ ফুরফুরে ছিলেন গ্লেন। ‘‘মাঠের খারাপ অবস্থা। তাই ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচটা পিছিয়ে গিয়েছে।’’- ফেসবুকে মোহনবাগানের কর্নেলের এ হেন পোস্ট দেখে তো রীতিমতো চমকে ওঠেন দুই প্রধানের সমর্থকরা। বিশেষত যারা অনেক কাঠখড় পুড়িয়ে শিলিগুড়ি ডার্বির টিকিট জোগাড় করেছেন তাঁদের মাথায় প্রায় বজ্রাঘাত হওয়ার অবস্থা হয়েছিল। পরে অবশ্য সবাই বোঝেন শুক্রবার ছিল পয়লা এপ্রিল। সবাইকে এপ্রিল ফুল করেছেন গ্লেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE