Advertisement
২০ মে ২০২৪

চোটের খাতায় এ বার সেরেনো

দ্যুতির চোট আগেই ছিল। হিউমও পায়ের ব্যথায় রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে বসেছিলেন। এরই মধ্যে আবার সেরেনোর হ্যামস্ট্রিংয়ের চোট আরও চাপ বাড়িয়েছে আটলেটিকো দে কলকাতার। এফসি গোয়ার সঙ্গে ২৪ নভেম্বর পরের ম্যাচ এটিকে-র। সোমবার সরাসরি চেন্নাই থেকে গোয়া চলে গিয়েছেন পস্টিগা-দেবজিৎরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০৩:৩২
Share: Save:

দ্যুতির চোট আগেই ছিল। হিউমও পায়ের ব্যথায় রবিবার চেন্নাইয়ের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে বসেছিলেন। এরই মধ্যে আবার সেরেনোর হ্যামস্ট্রিংয়ের চোট আরও চাপ বাড়িয়েছে আটলেটিকো দে কলকাতার।

এফসি গোয়ার সঙ্গে ২৪ নভেম্বর পরের ম্যাচ এটিকে-র। সোমবার সরাসরি চেন্নাই থেকে গোয়া চলে গিয়েছেন পস্টিগা-দেবজিৎরা। গোয়া পৌঁছেই সেরেনোর চোটের জায়গার স্ক্যান করা হয়েছে। যদিও এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি বলে দাবি করছে আটলেটিকো কর্তৃপক্ষ। রবিবারের ম্যাচে বিরতির পরেই চোট পেয়ে মাঠ ছাড়েন সেরেনো। তার আগে পর্যন্ত সেন্টার ব্যাকে অর্ণব-সেরেনো জুটিকে টপকে গোলের মুখ খুলতে পারেনি মাতেরাজ্জি ব্রিগেড। সেরেনো উঠে যাওয়ার পরেই গোল শোধ করে চেন্নাই। স্বভাবতই গোয়ার বিরুদ্ধে সেরেনো যদি না খেলতে পারেন তবে সেটা বড় ক্ষতি হতে পারে এটিকের জন্য।

এ দিন দুপুরে গোয়া পৌঁছেও বিশ্রাম নেয়নি কলকাতা টিম। বিকেলে জিমে গা ঘামিয়েছেন জোসে মলিনার ছেলেরা। দ্যুতি অবশ্য সবার সঙ্গে সমান তালে জিম করেছেন। গোয়া ম্যাচে তাঁকে খেলানোর চেষ্টা করা হচ্ছে বলে খবর। তবে তিনি এখনও কতটা ফিট সেটা আজ মঙ্গলবার প্র্যাকটিসে নামার পরেই বোঝা যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Henrique Sereno Fonseca Atletico de Kolkata Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE