Advertisement
১৭ মে ২০২৪
ICC Cricket World Cup 2019

প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে কার্যত আত্মসমর্পণ করে নিল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

পাকিস্তানকে অল আউট করে সেলিব্রেশান ওসেন থমাসের। ছবি- এএফপি

পাকিস্তানকে অল আউট করে সেলিব্রেশান ওসেন থমাসের। ছবি- এএফপি

সংবাদ সংস্থা
নটিংহ্যাম শেষ আপডেট: ৩১ মে ২০১৯ ১৭:৪৯
Share: Save:

ব্যাটিং বিপর্যয় পাকিস্তানের। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে কার্যত আত্মসমর্পণ করল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

পাকিস্তান টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে, কিন্তু তারপর ২২ ওভারও খেলতে পারল না তারা। ২১ ওভার ৪ বলে মাত্র ১০৫ রান করেই গুটিয়ে গেল পাকিস্তানের ব্যাটিং। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, ওশেইন থমাস, শেলডন কটরেল, আন্দ্রে রাসেলের দুর্ধর্ষ বোলিং অ্যাটাকের সামনে কার্যত অসহায় দেখাচ্ছিল সরফরাজদের।

ম্যাচের শুরুতেই ইমামউল হকের উইকেটটি তুলে নিয়ে পাকিস্তানকে প্রথম ধাক্কাটি দেন শেলডন কটরেল। এর পর ফকর জামান ও বাবর আজম কিছুক্ষণের জন্য ম্যাচের হাল ধরলেও হোল্ডারদের দুর্ধর্ষ বোলিং অ্যাটাকের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি তাঁরা। তারপরেই তাসের ঘরের মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

যদিও এটাই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর নয়। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে মাত্র ৭৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। এটাই তাদের সর্বনিম্ন স্কোর।

আরও পড়ুন: প্রায় সাড়ে ৭ ফুট লাফিয়ে স্টোকসের এই ক্যাচ কি বিশ্বসেরা? দেখুন ভিডিয়ো

অন্যদিকে, কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপের টিকিট অর্জন করা ওয়েস্ট ইন্ডিজের এই পারফরম্যান্স দেখে স্বাভাবিক ভাবেই চমকে উঠেছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। ইতিমধ্যেই তাঁরা পাকিস্তানের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

এই পরিস্থিতিতে মহম্মদ আমির এখন পাকিস্তানের এখন শেষ ভরসা বলে মনে করছেন ক্রিকেট বিশারদরা। তবে চোট সারিয়ে দলে জায়গা পাওয়া আমির নিজেকে কতটা তুলে ধরতে পারবে এটাই প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE