In this day Sourav Ganguly's Team India reached into the final of 2003 Cricket World Cup dgtl
2003 Cricket World Cup
আজকের দিনে ১৫ বছর আগে বিশ্বকাপ সেমিফাইনালে কী করেছিল সৌরভের ভারত?
আজ থেকে ঠিক ১৫ বছর আগে আজকের দিনেই কেনিয়াকে ২০০৩ বিশ্বকাপ সেমিফাইনালে ৯১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন পারফরম্যান্স ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই টিম ইন্ডিয়ার।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ১৮:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
আজ থেকে ঠিক ১৫ বছর আগে আজকের দিনেই কেনিয়াকে ২০০৩ বিশ্বকাপ সেমিফাইনালে ৯১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। এক ঝলকে দেখে নেওয়া যাক কেমন পারফরম্যান্স ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই টিম ইন্ডিয়ার।
০২১২
সৌরভ গঙ্গোপাধ্যায়: অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় গোটা টুর্নামেন্টের মতো এই ম্যাচেও ছিলেন বিধ্বাংসী মেজাজে। ৫টি চার এবং ৫টি ছয়ের সৌজন্যে ১১৪ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন মহারাজ। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি।
০৩১২
সচিন তেন্ডুলকর: সৌরভের মতো সেঞ্চুরি না পেলেও ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মাস্টারব্লাস্টার। সচিনের ইনিংসটি সাজানো ছিল ৫টি চার এবং ১টি ছয় দিয়ে। ৬ ওভার বল করে ২টি উইকেটও নিয়েছিলেন তিনি।
০৪১২
বীরেন্দ্র সহবাগ: কেনিয়ার বিরুদ্ধে ২০০৩ বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ৩৩ রান করেন নজফগড়ের নবাব।
০৫১২
মহম্মদ কাইফ: ভাল শুরু করলেও রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় কাইফকে। মেগা ম্যাচে মাত্র ১৫ রান করেন তিনি।
০৬১২
যুবরাজ সিংহ: বড় রান পাননি যুবরাজও। ১৬ করে আউট হন তিনি। ১ উইকেট নেন।
০৭১২
রাহুল দ্রাবিড়: ১ বল খেলার সুযোগ পেয়ে ১ রান করেন দ্রাবিড়।
০৮১২
দীনেশ মোঙ্গিয়া: ব্যাট হাতে নামতে হয়নি মোঙ্গিয়াকে।
০৯১২
জাভাগাল শ্রীনাথ: ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ১ উইকেট নেন শ্রীনাথ।
১০১২
আশিস নেহরা: এই ম্যাচে ৫ ওভার বল করে ২টি উইকেট নেন আশিস।
১১১২
জাহির খান: বল হাতে এই ম্যাচে দারুণ পারফর্ম করেন জাহির খান। ৯.২ ওভারে ১৪ রান খরচ করে ৩ উইকেট নেন জাহির।
১২১২
হরভজন সিংহ: ১০ ওভার বল করে একটি উইকেটও পাননি ভাজ্জি।