দলে ফিরলেন সুমিত নাগাল। ফাইল চিত্র।
ডেভিস কাপের ভারতীয় দলে ফিরলেন সুমিত নাগাল। ‘ওয়ার্ল্ড গ্রুপ ১’ টাইয়ে নরওয়ের বিরুদ্ধে লড়তে হবে ভারতীয় দলকে। অথচ ডাবলস বিশেষজ্ঞ দ্বিবিজ শরনকে দলে নেওয়া হয়নি। তাঁকে বাদ দিয়েই ভারতীয় দল গড়া হল নরওয়ের বিরুদ্ধে লড়ার জন্য।
ভারতীয় দলে রয়েছেন রামকুমার রামনাথন, প্রজ্ঞেশ গুণেশ্বরন, শশীকুমার মুকুন্দ, ইউকি ভামব্রি। রোহন বোপান্নাকেও রাখা হয়েছে ডাবলস বিভাগে। কিন্তু অর্জুন কাধে, সিদ্ধার্থ রাওয়াতের চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও কেন ভামব্রিকে দলে রাখা হল? নির্বাচকদের ব্যাখ্যা, অভিজ্ঞতার দিক থেকে ইউকিকে অনেক বেশি কাজে লাগবে ডেভিস কাপে।
সুমিত নাগাল যদিও ছন্দে নেই। কোমরে অস্ত্রোপচারের পরে এ বছর এপ্রিল থেকে শুরু করেন প্রতিযোগিতামূলক টেনিস। আটটি প্রতিযোগিতায় মাত্র চার ম্যাচ জেতেন সুমিত। তাঁকে কেন নেওয়া হল? নির্বাচক নন্দন বলের ব্যাখ্যা, ‘‘নরওয়েতে কোর্ট মন্থর থাকবে। সেখানে সুমিত কার্যকরী হতে পারে। মন্থর কোর্টেই সুমিত ভাল খেলে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy