Advertisement
২১ মে ২০২৪

আজলান শাহ থেকে বিদায় ভারতের

তীরে গিয়ে তরি ডুবল ভারতীয় হকি দলের। শুক্রবার সুলতান আজলান শাহ কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হল অল্টম্যান্সের দল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ মে ২০১৭ ২৩:২৭
Share: Save:

তীরে গিয়ে তরি ডুবল ভারতীয় হকি দলের। শুক্রবার সুলতান আজলান শাহ কাপের সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হল অল্টম্যান্সের দল।

এ দিন প্রথম থেকেই আক্রমণাত্মক খেলছিলেন মনপ্রীত-সর্দার সিংহরা। কিন্তু বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে বার বার নিজেদের বক্সে বিপদ ডেকে আনছিলেন ভারতীয় ডিফেন্ডাররা। এই সুযোগ নিয়েই খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে প্রতি আক্রমণে এসে গোল করে যায় আয়োজক দেশ মালয়েশিয়া। খেলার প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ভারত। গোল খাওয়ার পর তা শোধ করার মরিয়া চেষ্টা চালালেও মালয়েশিয়ার গোল দুর্গের সামনে থেকে খালি হাতে ফিরতে হয় সর্দার সিংহ অ্যান্ড কোং-কে। এ দিনের ম্যাচের এক মাত্র গোলটি করেন শাহরিল শাবা। আগামিকাল তৃতীয় স্থান অর্জনের লক্ষ্যে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় হকি দল।

অন্য দিকে, নিউজিল্যান্ডকে পরাজিত করার ফলে দীর্ঘ ২৩ বছর পর আজলান শাহ কাপের ফাইনালে জায়গা করে নিল গ্রেট ব্রিটেন। শনিবার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুথি হবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey Azlan Shah Cup Sardara Singh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE