Advertisement
০২ মে ২০২৪

দিনের শেষে ১৮০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা

ভারতের বিশাল স্কোরের সামনে লড়াই চালাচ্ছে শ্রীলঙ্কা।

একাই লড়ছেন অধিনায়ক চান্দিমল। ছবি: পিটিআই।

একাই লড়ছেন অধিনায়ক চান্দিমল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ১২:২৫
Share: Save:

• ১৪৭ রান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক চান্দিমল।

• দিনের শেষে শ্রীলঙ্কা ৩৫৬/৯ (১৩০.০ ওভার)।

• তৃতীয় দিনের খেলা শেষ।

• শ্রীলঙ্কা ৩৪৮/৯।

• শ্রীলঙ্কার নবম উইকেটের পতন।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। ৫ রান করে মহম্মদ শামির বলে আউট হলেন সুরঙ্গল লকমল।

• ১২২ ওভারে শ্রীলঙ্কা ৩৩০/৭।

• রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক।

• ফের শ্রীলঙ্কার উইকেটের পতন। আউট হলেন নিরোশন ডিকবেলা(০)।

• ১১৮ ওভারে শ্রীলঙ্কা ৩১৮/৬।

• ফের উইকেট হারাল শ্রীলঙ্কা। শূন্য রান করে আউট হলেন রোশন সিলভা।

• আউট হলেন সামারাবীরা।

• ১১৫ ওভারে শ্রীলঙ্কা ৩০৫/৪।

• ১০৪ ওভারে শ্রীলঙ্কা ২৮৪/৪।

• শতরান করলেন দীনেশ চান্ডিমল।

• টি ব্রেকের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটাররা।

• টি ব্রেক।

• ৯৬ ওভারে শ্রীলঙ্কা ২৫৩/৩।

• ৮৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর তিন উইকেটে ২৩২।

• শতরান করলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।

• ম্যাথুজ ব্যাট করছেন ৯৮ রানে।

• শতরানের মুখে অ্যাঞ্জেলো ম্যাথুজ।

• শ্রীলঙ্কার রান ৮০ ওভারে তিন উইকেটে ২০৮।

• লাঞ্চের পর মাঠে নামলেন দুই দলের ক্রিকেটারেরা।

• লাঞ্চ ব্রেক।

ভারতের বিশাল স্কোরের সামনে লড়াই চালাচ্ছে শ্রীলঙ্কা। তৃতীয় টেস্টের তৃতীয় দিন শুরুটা ভালই করল তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Sri Lanka Feroz Shah Kotla Third Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE