Advertisement
১৭ মে ২০২৪

লিয়েন্ডারদের পোশাক বদলে যাচ্ছে রিওয়

রিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটদের ড্রেস কোড বদলে দেওয়া হল।এ বার ৫ অগস্ট মার্চপাস্টে অভিনব বিন্দ্রা, দীপা কর্মকারদের অলিম্পিক্সের ভারতীয় পরম্পরার কমলা রংয়ের পাগড়ি ও শেরওয়ানিতে দেখা যাবে না।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ০৩:৪৬
Share: Save:

রিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটদের ড্রেস কোড বদলে দেওয়া হল।

এ বার ৫ অগস্ট মার্চপাস্টে অভিনব বিন্দ্রা, দীপা কর্মকারদের অলিম্পিক্সের ভারতীয় পরম্পরার কমলা রংয়ের পাগড়ি ও শেরওয়ানিতে দেখা যাবে না। তার বদলে লিয়েন্ডার পেজদের দেখা যাবে গাঢ় ধূসর রংয়ের কোট-প্যান্টে। আর সানিয়া-সাইনা নেহওয়ালদেরও হলুদ বা নীল রংয়ের শাড়ি ও ধূসর রংয়ের কোটে।

পাগড়ি ও শেরওয়ানির ওই ট্র্যাডিশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার কর্তারা। কারণ হিসাবে তাদের বক্তব্য, অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের পর কমলা রংয়ের পাগড়ি ও শেরওয়ানি খেলোয়াড়দের আর কোনও কাজে লাগে না।

শোনা যাচ্ছে, গত লন্ডন অলিম্পিক্সে উদ্বোধনী অনুষ্ঠানের পর বেশ কয়েক জন ভারতীয় অ্যাথলিটের কমলা রংয়ের পাগড়ি ট্র্যাকের পাশে অবহেলায় গড়াগড়ি খেতে দেখেছিলেন আইওএ-র কর্তারা। পাগড়ি আর শেরওয়ানিকে আবার ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিসাবেও দেখা হয়। তাই কমলা রংয়ের পাগড়ির এই অনাদর আইওএর কর্তারা ভাল ভাবে নেননি। সে জন্যই এই বদল।

অন্য খেলা: ট্রেডার্স কাপের ফাইনালে উঠল ওয়াড়ি। মাকড়দাহ মাঠে তারা কোল ইন্ডিয়াকে হারাল ৪-২ গোলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rio Olympic dress code
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE