Advertisement
১৭ মে ২০২৪
Bhubaneswar Kumar

ইংল্যান্ড বধের নায়ক ভুবনেশ্বরই পেলেন মাসের সেরার পুরস্কার

গত মাসে ভুবনেশ্বর কুমার ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচে ৬টি উইকেট নিয়েছিলেন। ওভারপিছু রান দিয়েছিলেন ৪.৬৫। এরপর ৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। ওভার পিছু রান দিয়েছিলেন ৬.৩৮।

ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ২০:০০
Share: Save:

আইসিসি-র বিচারে মার্চ মাসের সেরা ক্রিকেটার হলেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ভাল খেলার জন্য গত মাসের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

এই পুরস্কার পাওয়ার পর ভারতীয় দলের এই জোরে বোলার বলেছেন, ‘‘দীর্ঘদিন মাঠের বাইরে ছিলাম। সেই সময়টা অত্যন্ত বেদনাদায়ক ছিল। তারপর আরও একবার দেশের হয়ে খেলতে পেরে দারুণ লেগেছে। যে সময়টা মাঠের বাইরে থাকতে হয়েছিল, তখন নিজের ফিটনেস এবং বোলিং নিয়ে কাজ করেছিলাম। আবার দেশের হয়ে উইকেট নিতে পেরে ভাল লাগছে।’’

গত মাসে ভুবনেশ্বর কুমার ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচে ৬টি উইকেট নিয়েছিলেন। ওভারপিছু রান দিয়েছিলেন ৪.৬৫। এরপর ৫টি টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন। ওভার পিছু রান দিয়েছিলেন ৬.৩৮।

এই নিয়ে টানা তিনবার আইসিসি-র মাসের সেরা পুরস্কার পেলেন ভারতীয়রা। জানুয়ারিতে এই পুরস্কার পেয়েছিলেন ঋষভ পন্থ। ফেব্রুয়ারিতে এই পুরস্কার পেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর মার্চ মাসের সেরা হলেন ভুবনেশ্বর। তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন আফগানিস্তানের রশিদ খান ও জিম্বাবোয়ের শন উইলিয়ামস।

মহিলা ক্রিকেটারদের মধ্যে এই পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। ভারতের বিরুদ্ধে ৪টি একদিনের ম্যাচে ভাল খেলার জন্য এই পুরস্কার পেলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ICC Bhubaneswar Kumar IPL 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE