IPL 2019: Probable eleven of Kolkata Knight Riders against Rajasthan Royals dgtl
পেস সহায়ক ইডেনে আজ জিততেই হবে, কেমন হবে মরণ-বাঁচন ম্যাচে নাইটদের প্রথম একাদশ
১০ ম্যাচে নাইটদের পয়েন্ট ৮। বাকি চারটে ম্যাচ জিততে হবে। বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচে স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফের প্লে-অফে যাওয়ার লড়াইয়ের আগে নানা অভ্যন্তরীণ সমস্যায় কেকেআর। কেমন হতে পারে মরণ-বাঁচন ম্যাচে নাইটদের প্রথম একাদশ।
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১০:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
১০ ম্যাচে নাইটদের পয়েন্ট ৮। বাকি চারটে ম্যাচ জিততে হবে। বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচে স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফের প্লে-অফে যাওয়ার লড়াইয়ের আগে নানা অভ্যন্তরীণ সমস্যায় কেকেআর। কেমন হতে পারে মরণ-বাঁচন ম্যাচে নাইটদের প্রথম একাদশ।
০২১২
ওপেন করবেন ক্রিস লিনই। লিন ও নারাইনের ওপেনিং জুটি ঝড় তুলে দিলে তুলনামূলকভাবে অনেকটাই সুবিধায় থাকবে নাইট রাইডার্স।
০৩১২
লিনের সঙ্গে শুরুতে সুনীল নারাইন দ্রুত রান তুলতে সক্ষম। নারাইনের ঝোড়ো ইনিংস বিপক্ষের বোলারদের ভয় পাওয়াতে পারবেন বলেই আশা নাইটদের। স্পিনার হিসাবেও তিনি যথেষ্ট দক্ষ।
০৪১২
আলিগড়ের বছর কুড়ির এই ক্রিকেটার ঝোড়ো ইনিংসে খুবই দক্ষ। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তিন নম্বরে খেলানো হতে পারে রিঙ্কু সিংহকে। প্রয়োজনে দ্রুত রান তুলতে পারেন তিনি।
০৫১২
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নীতীশ রাণা। প্রয়োজনে ওপেনও করতে পারেন। যদিও মাঝে কিছুটা ছন্দহারা মনে হয়েছে, তাও রাণাই এই মুহূর্তে দলের বড় ভরসা।
০৬১২
শুভমন গিলের উপস্থিতি মিডল অর্ডারকে বেশ শক্তিশালী করবে। মাথা ঠান্ডা হওয়ায় বিপক্ষের বোলাররা স্ট্র্যাটেজি বুঝতে পারেন না শুভমনের। ব্যাট হাতে বোলারদের উপর শাসন করতে পারেন।
০৭১২
খুবই চাপে রয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক। শীতল মস্তিষ্কের দীনেশকে ফিনিশার বলে ভাবা হয়। যদিও ইদানিং অফ ফর্ম চলছে।
০৮১২
একের পর এক ম্যাচে নাইটদের সম্মান বাঁচাচ্ছেন তিনি। প্রয়োজনে ব্যাটিং অর্ডারে উপরের দিকেও আসতে পারেন রাসেল।
০৯১২
বয়স হয়েছে পীযূষ চাওলার। যদিও তাঁর গুগলি সামলাতে এখনো ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হচ্ছে।
১০১২
কিছুটা হলেও ছন্দপতন মনে হচ্ছে। সন্দেহ নেই দলের এক নম্বর বোলার। কুলদীপ যাদবকে শীঘ্রই ফর্মে ফিরতে হবে।
১১১২
দশ নম্বরে থাকার কথা প্রসিদ্ধ কৃষ্ণের। আগের চেয়ে অনেক ভাল বল করছেন। বোলিং মানসিকতার জন্য নজর কেড়েছেন তিনি।
১২১২
ইডেনের পিচে গার্নি আজ পার্থক্য গড়ে দিতে পারেন। পিচ পেস সহায়ক বলে মনে করা হচ্ছে।