IPL 2019: Speculative calculation of Playoff scenario dgtl
কেমন অঙ্কে পাশ করলে প্লে-অফে যেতে পারবে নাইটরা
কিংস ইলেভেন পঞ্জাবকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে খুব ভাল জায়গায় চলে গেল কেন উইলিয়ামসনের দল। আর স্বাভাবিক ভাবেই কলকাতা নাইট রাইডার্সের কাজটা আরও কঠিন করে দিল সানরাইজার্স হায়দরাবাদ। এখন দেখে নেওয়া যাক প্লে-অফে যেতে হলে নাইটদের সামনে অঙ্কটা কেমন দাঁড়াল।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১২:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কিংস ইলেভেন পঞ্জাবকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে খুব ভাল জায়গায় চলে গেল কেন উইলিয়ামসনের দল। আর স্বাভাবিক ভাবেই কলকাতা নাইট রাইডার্সের কাজটা আরও কঠিন করে দিল সানরাইজার্স হায়দরাবাদ। এখন দেখে নেওয়া যাক প্লে-অফে যেতে হলে নাইটদের সামনে অঙ্কটা কেমন দাঁড়াল।
০২১০
দীনেশ কার্তিকদের শেষ দুটো ম্যাচ জিততেই হবে (প্রতিপক্ষ পঞ্জাব এবং মুম্বই)। কিন্তু শুধু জিতলেই হবে না। পাশাপাশি দীনেশ কার্তিকদের প্লে-অফে যেতে হলে তাকিয়ে থাকতে হবে হায়দরাবাদ আর রাজস্থান রয়্যালস দল দুটোর ম্যাচের দিকেও।
০৩১০
এর পরে হায়দরাবাদের ম্যাচ বাকি মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। কেকেআর যদি শেষ দুটো ম্যাচ জেতে আর হায়দরাবাদ দুটোতে এবং রাজস্থান একটাতে হারে, তা হলে নাইটরা উঠে যাবে প্লে-অফে।
০৪১০
সে ক্ষেত্রে হায়দরাবাদের পয়েন্ট হবে ১২, রাজস্থানের ১২, কেকেআরের ১৪। প্লে-অফের বাকি তিনটে দল হবে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স।
০৫১০
হায়দরাবাদ যদি দুটোর মধ্যে একটাতেও জেতে, তা হলে কী হবে? সে ক্ষেত্রে হায়দরাবাদের পয়েন্ট হবে ১৪। নাইটরা দুটো জিতলে এসে দাঁড়াবে সেই ১৪ পয়েন্টে। কিন্তু হায়দরাবাদের নেট রান রেট এখনও সব চেয়ে ভাল জায়গায় রয়েছে।
০৬১০
তেমন হলে কেকেআরকে শেষ দুটো ম্যাচে খুব বড় ব্যবধানে জিততে হবে। আর অবশ্যই একটা ম্যাচ হায়দরাবাদকে খারাপ ভাবে হারতে হবে। কিন্তু হায়দরাবাদ দুটো ম্যাচ জিতে গেলে তারা ১৬ পয়েন্ট নিয়ে সরাসরি চলে যাবে প্লে-অফে।
০৭১০
হায়দরাবাদ এবং কেকেআর যদি শেষ দুটো ম্যাচ জিতে নেয়, তবে চাপে পড়তে পারে মুম্বই ইন্ডিয়ান্স। পাশাপাশি যদি রাজস্থানও (প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস) শেষ দুটো ম্যাচ জিতে নেয়, তখন প্লে-অফে ওঠার লড়াইটা দাঁড়াবে ত্রিমুখী।
০৮১০
সে ক্ষেত্রে মুম্বই, কলকাতা এবং রাজস্থান— তিনটি দলেরই পয়েন্ট হবে ১৪। কারণ মুম্বইয়ের শেষ দুই ম্যাচ বাকি হায়দরাবাদ এবং কলকাতার সঙ্গে। এই পরিস্থিতিতে চতুর্থ দল ঠিক হবে নেট রান রেটের হিসেবে। এখনও পর্যন্ত নেট রান রেটের বিচারে এই তিন দলের মধ্যে এক নম্বরে আছে মুম্বই, দুইয়ে কলকাতা, তিনে রাজস্থান।
০৯১০
কেকেআরের স্বপ্ন শেষ হয়ে যাবে যদি তারা শেষ দুটো ম্যাচের দুটোতেই হেরে যায়। সে ক্ষেত্রে মুম্বই এবং বড় অঘটন না ঘটলে হায়দরাবাদ প্লে-অফে উঠে যাবে।
১০১০
একটা ম্যাচ হেরেও কেকেআর প্লে-অফে যেতে পারে, কিন্তু সে ক্ষেত্রে হায়দরাবাদকে দুটো ম্যাচেই হারতে হবে এবং বেশ খারাপ ভাবে। তা হলেই নেট রান রেটে হায়দরাবাদকে টপকে যেতে পারবে কেকেআর।