সামনের দিকে লক্ষ্য মুশফিকুর রহিমের। ছবি— মুশফিকুরের ফেসবুক পেজ থেকে।
আসন্ন আইপিএল নিলামে দল না পাওয়ায় একেবারেই ভেঙে পড়েননি বাংলাদেশের উইকেটকিপার মুশফিকুর রহিম। আইপিএল ভুলে বিপিএল-এ নিয়মিত পারফরম্যান্স করে যাওয়ার দিকেই এখন ফোকাস করছেন মুশফিকুর।
বাংলাদেশের কোনও ক্রিকেটারই আইপিএল-এ জায়গা পাননি। মুস্তাফিজুর রহমানও অবিক্রিত থেকে গিয়েছেন। মুশিফকুর বলছেন, ‘‘আইপিএল-এর জগৎটাই তো এ রকম। কখনও আপনার প্রতি উৎসাহ দেখাবে আবার কখনও আপনাকে ছুড়ে ফেলা হবে। এ নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না।’’
আইপিল-এর ১৩টি সংস্করণের নিলামের জন্যই নাম লিখিয়েছিলেন মুশফিকুর। কিন্তু, তাঁকে নিয়ে উৎসাহ দেখায়নি আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিরা। এ বারের নিলামেও নিজের নাম লেখাতে আগ্রহী ছিলেন না বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান মুশফিক। আইপিএল কর্তৃপক্ষের অনুরোধে শেষ মুহূর্তে নিলামের জন্য নিজের নাম দিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিকুর বলছেন, ‘‘আশা করেছিলাম। কিন্তু, আশা পূরণ হয়নি। জীবন এগিয়ে চলে। আমি বিষয়টাকে খুব একটা সিরিয়াসলি নিইনি। এখন আমরা বিপিএল-এ খেলছি। বিপিএল-এ ফোকাস রাখতে চাই।’’
বাংলাদেশ থেকে মাশরাফি আইপিএল-এ অতীতে খেলেছেন। মুস্তাফিজুর, শাকিব খেললেও মুশফিকুর একটি সংস্করণেও খেলেননি। মুশফিক বলেন, ‘‘আমি নিলামে নিজের নাম প্রথমে দিতে চাইনি। আমি জানতাম, আমাকে হয়তো কেউ দলে নেবে না। কিন্তু আইপিএল কর্তৃপক্ষের তরফে যখন অনুরোধ করা হল, তখন মনে করেছিলাম সুযোগ হয়তো রয়েছে। দল পাওয়া, না পাওয়া তো আমার হাতে নেই। এটা আমার কাছে বড় ব্যাপারও নয়। আইপিএল-এ দল পেলাম কি পেলাম না, তা নিয়ে আমার মাথাব্যথা নেই।’’
অতীত ভুলে সামনের দিকে তাকাচ্ছেন মুশফিকুর রহিম।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy