Advertisement
১৭ মে ২০২৪

আইপিএল সূচিও লোঢা সুপারিশ না মেনে

আইপিএল সূচি তৈরিতেও লোঢা সুপারিশকে বুড়ো আঙুল দেখাল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল ১০। বিচারপতি লোঢা কমিশনের সুপারিশে স্পষ্ট বলা আছে যে, ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ ও আইপিএলের মধ্যে অন্তত ১৫ দিনের ফারাক থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০৪:১৯
Share: Save:

আইপিএল সূচি তৈরিতেও লোঢা সুপারিশকে বুড়ো আঙুল দেখাল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল ১০।

বিচারপতি লোঢা কমিশনের সুপারিশে স্পষ্ট বলা আছে যে, ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ ও আইপিএলের মধ্যে অন্তত ১৫ দিনের ফারাক থাকতে হবে। সেখানে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার মাত্র ছ’দিন পর ৫ এপ্রিল থেকে শুরু হয়ে যাবে আইপিএল ১০।

যেহেতু গত বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ, তাই উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল দুটোই হবে হায়দরাবাদে। মঙ্গলবার নয়াদিল্লিতে আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়ার পর আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল আবার বলে দেন, ‘‘লোঢা-সুপারিশ অমান্য করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

ঠিক হয়েছে ৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ক্রিকেটারদের নিলাম হবে। কয়েক মাস আগে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ইঙ্গিত দিয়েছিলেন, আগামী আইপিএল বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। এ দিন অবশ্য সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি। তবে ঠাকুর যে কারণে আইপিএল বিদেশে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, সেই মহারাষ্ট্রে খরা পরিস্থিতির মধ্যেও যাতে আইপিএল ম্যাচ করা যেতে পারে, সেই ব্যবস্থা নেওয়ার প্রস্তাব হয়েছে এ দিনের বৈঠকে। মুম্বই, পুণে ও নাগপুরের স্টেডিয়ামে জল সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শুক্ল। এই ব্যাপারে এ দিন তিনি বলেন, ‘‘যাতে মাঠের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জল আমরা নিজেরাই জমিয়ে নিতে পারি, তার দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।’’

গতবার খরা পরিস্থিতির জন্যই আদালতের নির্দেশে মহারাষ্ট্রে আইপিএলের বেশ কিছু ম্যাচ সরিয়ে দিতে হয়েছিল। এ বার তা যাতে সরাতে না হয়, তার ব্যবস্থা হচ্ছে বলে জানান চেয়ারম্যান। এ দিনের বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার প্রধান অমিতাভ চৌধুরী, পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধান এমপি পাণ্ডবরাও ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lodha Committee IPL Schedule BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE