Advertisement
০১ নভেম্বর ২০২৪
IPL 2022

IPL 2022: নিখুঁত ইয়র্কারে ছিটকে দিচ্ছেন স্টাম্প! ধোনিদের বিরুদ্ধে কি অভিষেক সচিন-পুত্র অর্জুনের

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ছ’ম্যাচের মধ্যে ছ’টিতেই হেরেছে মুম্বই। দলের বেশ কিছু ক্রিকেটার ফর্মে নেই। যশপ্রীত বুমরা ছাড়া কোনও বোলারই সেরকম ভাল বল করতে পারছেন না। সেই পরিস্থিতিতে অর্জুনের অভিষেক হতে পারে নীল জার্সিতে। কারণ শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দলের কাজে লাগতে পারেন তিনি।

চেন্নাইয়ের বিরুদ্ধে কি অভিষেক হবে অর্জুনের

চেন্নাইয়ের বিরুদ্ধে কি অভিষেক হবে অর্জুনের ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৫:৩৫
Share: Save:

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের অভিষেক হবে কি না, তা নিয়ে জল্পনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে ফের একই জল্পনা শুরু হয়েছে। সৌজন্যে মুম্বইয়ের তরফে প্রকাশ করা একটি ভিডিয়ো।
মুম্বই ইন্ডিয়ান্স অর্জুনের বল করার একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, নেটে বল করছেন অর্জুন। নিখুঁত ইয়র্কারে ব্যাটারকে বোল্ড করেন তিনি। ভিডিয়ো প্রকাশ করে দলের তরফে লেখা হয়, ‘যদি তোমার নাম অর্জুন হয় তা হলে তুমি কখনও লক্ষ্যভ্রষ্ট হবে না।’

২০২১ সালের আইপিএলের আগে রোহিত শর্মাদের দলের নেট বোলার হিসাবে নেওয়া হয় অর্জুনকে। তার পরে সে বছরই ২০ লক্ষ টাকায় তাঁকে কেনে মুম্বই। এ বারের নিলামেও ৩০ লক্ষ টাকায় অর্জুনকে কেনে মুম্বইয়ের দল। কিন্তু এখনও দলের হয়ে অভিষেক হয়নি তাঁর।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ছ’ম্যাচের মধ্যে ছ’টিতেই হেরেছে মুম্বই। দলের বেশ কিছু ক্রিকেটার ফর্মে নেই। যশপ্রীত বুমরা ছাড়া কোনও বোলারই সেরকম ভাল বল করতে পারছেন না। সেই পরিস্থিতিতে অর্জুনের অভিষেক হতে পারে নীল জার্সিতে। কারণ শুধু বোলিং নয়, ব্যাট হাতেও দলের কাজে লাগতে পারেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE