ম্যাচের সেরা ত্রিপাঠী ছবি: আইপিএল
৭ উইকেটে কলকাতাকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ।
প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠির ব্যাটে ভাল জায়গায় হায়দরাবাদ। জিততে ৭২ বলে ৯৯ রান চায় উইলিয়ামসনদের।
পাওয়ার প্লে-র শেষ ওভারে কেন উইলিয়ামসনকে আউট করলেন আন্দ্রে রাসেল।
২৫ বলে ৪৯ রান করে অপরাজিত থাকলেন আন্দ্রে রাসেল। ৮ উইকেটে ১৭৫ রানে শেষ কলকাতার ইনিংস।
৫৪ রান করে নটরাজনের বলে আউট হলেন নীতীশ রানা। ১৪২ রানে ষষ্ঠ উইকেট পড়ল কলকাতার।
হাত খোলা শুরু করেছেন আন্দ্রে রাসেল। ১৭ ওভার শেষে কলকাতার রান ৫ উইকেটে ১৩৮।
এ বারের আইপিএলের প্রথম অর্ধশতরান করলেন নীতীশ রানা। ১৫ ওভারে কলকাতার রান ৫ উইকেটে ১২০।
উমরান মালিকের বলে আউট হলেন শেল্ডন জ্যাকসন। ১০৩ রানে পঞ্চম উইকেট পড়ল কলকাতার।
উমরান মালিকের ইয়র্কারে বোল্ড শ্রেয়স আয়ার। ১০ ওভারে কলকাতার রান ৪ উইকেটে ৭০।
জুটি বাঁধার চেষ্টা করছেন শ্রেয়স আয়ার ও নীতীশ রানা। ৮ ওভার শেষে কলকাতার রান ৩ উইকেটে ৫৭। শ্রেয়স ২২ ও রানা ১১ রান করে ব্যাট করছেন।
একটি ছক্কা মেরে আউট হয়ে গেলেন সুনীল নারাইন। ৩১ রানে ৩ উইকেট পড়ে গেল কলকাতার।
টি নটরাজনের প্রথম বলেই আউট হয়ে গেলেন বেঙ্কটেশ আয়ার। ২৫ রানে দ্বিতীয় উইকেট পড়ল কলকাতার।
দ্বিতীয় ওভারেই মার্কো জানসেনের বলে আউট হয়ে গেলেন অ্যারন ফি়ঞ্চ। কলকাতার রান ১ উইকেটে ১১।
তিনটি বদল হয়েছে কলকাতার দলে। বাদ পড়েছেন অজিঙ্ক রহাণে, স্যাম বিলিংস ও রাসিখ সালাম। দলে এসেছেন অ্যারন ফিঞ্চ, শেল্ডন জ্যাকসন ও আমন খান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy