Advertisement
০১ নভেম্বর ২০২৪
IPL 2022

Mustafizur Rahman: আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-দিল্লি ম্যাচের সেরা মুস্তাফিজুর

মুস্তাফিজুরের নিয়ন্ত্রিত বোলিং আরও কঠিন করল কলকাতার ওভার প্রতি রানের লক্ষ্য। বাড়ল চাপ। ঝুঁকি নিতে গিয়ে ধারাবাহিক ভাবে উইকেট হারাল কলকাতা।

মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর রহমান। ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৯:৪১
Share: Save:

মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন। নজরকাড়া পারফরম্যান্স না করলেও নিয়ন্ত্রিত বোলিংই তাঁকে ম্যাচের সেরা ক্রিকেটার করল।

উইকেট পাননি। কিন্তু বল হাতেই কামাল করলেন বাংলাদেশের জোরে বোলার। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন কেকেআর ক্রিকেটাররা। ওভার প্রতি প্রায় ১১ রান দরকার ছিল। নাইটরা আক্রমণাত্মক শুরু করবেন, এটাই প্রত্যাশিত ছিল।

এই অবস্থায় মুস্তাফিজুরের হাতে নতুন বল তুলে দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। হতাশ করেননি মুস্তাফিজুর। প্রথম বল থেকেই রহাণেকে অস্বস্তিতে রাখেন তিনি। প্রথম স্পেলের ২ ওভারে মাত্র ৫ রান খরচ করেন মুস্তাফিজুর। তিনি বল করার আগে যে বাইশ গজকে ব্যাটারদের স্বর্গরাজ্য মনে হচ্ছিল, সেই উইকেটেই বলকে কথা বলালেন তিনি।

তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদেই আরও কঠিন হল কলকাতার ওভার প্রতি রানের লক্ষ্য। বাড়ল চাপ। অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে ধারাবাহিক ভাবে উইকেট হারালেন কলকাতার ব্যাটাররা। মুস্তাফিজুরের নিয়ন্ত্রিত বোলিংয়েই দিল্লির জয় এ দিন এত সহজ হল। টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি রানের খেলায় কৃপণ বোলিং করে আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা হলেন মুস্তাফিজুর।

অন্য বিষয়গুলি:

IPL 2022 KKR DC Mustafizur Rahman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE