Advertisement
০৭ মে ২০২৪
জনি বেয়ারস্টো।

জনি বেয়ারস্টো। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২৩:১৮
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২৩:১৮ key status

হারল কলকাতা

ইডেন গার্ডেন্সে ইতিহাস তৈরি করে জিতল পঞ্জাব।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২৩:০০ key status

শতরান বেয়ারস্টোর

ইডেনে শতরান করলেন বেয়ারস্টো। ৪৫ বলে শতরান করলেন তিনি। পঞ্জাবকে জয়ের আশা দেখাচ্ছেন ইংরেজ ব্যাটার।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২২:৪৩ key status

আউট রুসো

জুটি ভাঙলেন নারাইন। বেয়ারস্টো এবং রাইলি রুসো মিলে দ্রুত রান তুলছিলেন। সেই জুটি ভেঙে দিলেন নারাইন। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিলেন রুসো।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২২:২২ key status

অর্ধশতরান বেয়ারস্টোর

এত দিন রান পাচ্ছিলেন না। শুক্রবার ফর্মে ফিরলেন বেয়ারস্টো। ২৩ বলে অর্ধশতরান করলেন। 

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২২:১১ key status

পাওয়ার প্লে শেষে

আউট প্রভসিমরন। নারাইন রান আউট করলেন তাঁকে। ২০ বলে ৫৪ রান করে থামলেন প্রভসিমরন। পঞ্জাবের দুই ওপেনারকে থামানোই যাচ্ছিল না। শেষ পর্যন্ত রান আউট হলেন প্রভসিমরন। পাওয়ার প্লে-র শেষ বলে রান আউট হন তিনি। ৬ ওভারে পঞ্জাব ৯৩ রান তুলল। এই রান তোলার নেপথ্যে ছিলেন প্রভসিমরন। 

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২২:০৩ key status

প্রভসিমরনের অর্ধশতরান

১৮ বলে ৫০ করলেন প্রভসিমরন। পঞ্জাবের হয়ে বড় রান তোলার কাজটা শুরু করলেন তিনিই। 

Advertisement
timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২২:০২ key status

স্টার্কের বদলে চামিরা

নাইট দলে শুক্রবার নেই স্টার্ক। সেই জায়গায় প্রথম একাদশে দুস্মন্ত চামিরা। তিনি নিজের প্রথম ২ ওভারে দিলেন ৩০ রান। পেসারদের বিরুদ্ধে অনায়াসে বড় শট খেলছেন বেয়ারস্টোরা।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২২:০০ key status

পঞ্জাবের পাল্টা মার

৪ ওভারে ৫৭ রান তুলে ফেলল পঞ্জাব। দ্রুত রান তুলছে তারা। দুই ওপেনার প্রভসিমরন সিংহ এবং জনি বেয়ারস্টো মিলে দ্রুত রান করছেন। 

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২১:৫৮ key status

২০ ওভার শেষে

ইডেনে ২৬১ রান তুলল কেকেআর। শুরুটা করেছিলেন সল্ট এবং নারাইন। মাঝের ওভারে রান করলেন রাসেল এবং বেঙ্কটেশ। শেষবেলায় এক ওভারে শ্রেয়সও ২২ রান করেন। পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল কলকাতা।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২১:১৩ key status

আউট শ্রেয়স

১০ বলে ২৮ রান করে আউট নাইট অধিনায়ক। কারেনের ওভারে তিনটি ছক্কা এবং একটি চার মারেন শ্রেয়স। 

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২১:০০ key status

ইডেনে দাপট কেকেআরের

পঞ্জাবের বিরুদ্ধে দাপট দেখাচ্ছেন কলকাতার ব্যাটারেরা। দুই ওপেনারের পর রান পেলেন রাসেল এবং বেঙ্কটেশও। তাঁদের দাপটেই ১৬তম ওভারে ২০০ রান পার করল কলকাতা।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:৫৯ key status

রাসেল আউট

আরশদীপের বলে আউট রাসেল। ১২ বলে ২৪ রান করে আউট হলেন কেকেআরের অলরাউন্ডার। 

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:৪০ key status

আউট সল্ট

কারেনের বলে আউট সল্ট। বোল্ড হলেন ইংরেজ ওপেনার। ৩৭ বলে ৭৫ রান করেন তিনি।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:৩০ key status

আউট নারাইন

৭১ রান করে আউট নারাইন। রাহুলের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:২০ key status

অর্ধশতরান সল্টের

এ বার অর্ধশতরান করলেন ফিল সল্ট। ২৫ বলে ৫০ রান করলেন তিনি। নারাইনের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন সল্ট।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:১৯ key status

রিভিউ নিয়ে বাঁচলেন নারাইন

চহারের বল পায়ে লেগেছিল নারাইনের। আউটের সিদ্ধান্ত জানিয়েছিলেন আম্পায়ার। কিন্তু নারাইন রিভিউ নেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন। দেখা গেল নারাইনই ঠিক। বল উইকেটে লাগছিল না। তাই রিভিউ নিয়ে বেঁচে গেলেন নারাইন।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:১৬ key status

নারাইনের অর্ধশতরান

আরও একটি অর্ধশতরান করলেন নারাইন। ২৩ বলে ৫০ রান করলেন তিনি। বাউন্ডারির পর বাউন্ডারি মারছেন নারাইন।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:১২ key status

সল্টের আরও একটি ক্যাচ পড়ল

এ বার ক্যাচ ফেললেন রাবাডা। রাহুল চহারের বলে ক্যাচ তুলেছিলেন সল্ট। কিন্তু বল ধরতে পারলেন না রাবাডা।

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:০৫ key status

পাওয়ার প্লে শেষে

পাওয়ার প্লে-তেই ৭৬ রান তুলে নিল কেকেআর। দ্রুত রান তুলছেন নাইটদের দুই ওপেনার। সল্ট ২১ বলে ৩৫ রান করেছেন। নারাইন ১৫ বলে ৩৮ রান করেছেন। 

timer শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ২০:০২ key status

সল্টের ক্যাচ পড়ল

আরও একটি ক্যাচ মিস। এ বার ফিল সল্টের ক্যাচ ফেলল পঞ্জাব। অধিনায়ক কারেন ক্যাচ ফেললেন। সেই সময় সল্ট করেছিলেন ৩৪ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE