ছবি: সংগৃহীত।
প্রশ্ন: টেনিস কোর্টে আপনার সাফল্য নাইটহুড সম্মান এনে দিয়েছে। আপনাকে এ বার আমাদের কি স্যার অ্যান্ডি বলে ডাকতে হবে?
অ্যান্ডি মারে: স্যার বলতে বলব না, শুধু অ্যান্ডি ডাকলেই হবে।
প্র: ফরাসি ওপেনে প্রথম দুটো ম্যাচে নামার পরে কী মনে হচ্ছে আপনার?
অ্যান্ডি: দুটোই কঠিন ম্যাচ ছিল। একটা করে সেটও হেরেছি। যেটা টুর্নামেন্টে পরের দিকে কঠিন চ্যালেঞ্জর জন্য খুব ভাল প্রস্তুতি বলে মনে করছি। আশা করছি এর পরের রাউন্ডের চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত।
প্র: গত বার ফাইনালে নোভাক জকোভিচের কাছে ফাইনালে হারার স্মৃতি নিয়ে কী বলবেন?
অ্যান্ডি: ফাইনালে উঠতে আমাদের দু’জনকেই প্রচুর লড়তে হয়েছিল। টানা খেলে যেতে হয়েছিল গত বার। তা ছাড়া আমার ম্যাচগুলো ছিল আরও দীর্ঘ। জানি না সেটাই গত বার আমার হারের কারণ কি না। গত বারের মতো ক্লে-কোর্ট মরসুমের অভিজ্ঞতা আগে কখনও হয়নি। কখনও ফাইনালেও ওঠার অভিজ্ঞতা ছিল না। খুব কঠিন পরিবেশ, পরিস্থিতিতে দীর্ঘ সময় ম্যাচ খেলে যেতে হয়েছিল।
প্র: গত বছর আপনি শেষের দিকে যে ফর্মটা দেখিয়েছেন সেটা ধরে রাখতে পারলেন না কেন?
অ্যান্ডি: গত বছরের ফর্মটা ধরে রাখাটা সোজা ব্যাপার নয়। তা ছাড়া গত কয়েক মাস আমার কনুইয়ে চোটের সমস্যাও ছিল। বার্সেলোনায় নামার পরে আমার সেই সপ্তাহটা ইতিবাচক গিয়েছিল। এখন ঠিকঠাক জায়গাতেই আছি মনে হচ্ছে। বাকি মরসুমে ভাল খেলতে মুখিয়ে আছি। বছরের এই সময়টা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। যতটা সম্ভব আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
প্র: আপনার এই সাফল্যে কোচ ইভান লেন্ডেলের অবদান কতটা?
অ্যান্ডি: আমার মতোই এই জায়গায় থাকার অভিজ্ঞতা ইভানেরও আছে। আমি জানি ক্রমাগত আমায় উন্নতি করে যেতে হবে। তবে তার মানে এই নয় আমি যে রকম পরিশ্রম করে আসতে অভ্যস্ত তার চেয়েও বেশি খাটতে হবে। তবে এই মানসিকতাটা ধরে রাখতে হবে যে আমায় উন্নতি করে যেতে হবে। আমার খেলায় কোনও দুর্বলতা থাকলে সেটা কাটিয়ে উঠতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy