সেরা: ম্যাচ হেরেও মোরিনহোর দাবি, তিনি এক নম্বর। রয়টার্স
আন্তোনিও কন্তের চেলসি ১-০ গোলে মোরিনহোর দলকে হারানোর দিন এ রকম ব্যঙ্গ শুনতে হবে ‘দ্য স্পেশাল ওয়ান’কে ভাবা যায়নি। কেন না চেলসিকে মোরিনহো কম সাফল্য এনে দেননি দু’বারের কোচিং পর্বে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ কিন্তু চুপ থাকেননি। চেলসি সমর্থকদের টিটকিরির জবাবে তিনি তিনটি আঙুল তুলে দেখান। মানেটা হল, যাঁকে টিটকিরি দিচ্ছ, সেই কিন্তু তোমাদের তিন বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেছে।
পরে মোরিনহো যা নিয়ে বলেন, ‘‘ওরা যা খুশি আমায় বলতে পারে। তবে যতদিন না চেলসিকে কোনও কোচ চার বার ইপিএল চ্যাম্পিয়ন করছে ততদিন আমিই এক নম্বর কোচ।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘যখন চেলসিকে চার বার ইপিএল ট্রফি এনে দেবে কোনও কোচ, আমি নেমে যাব দু’নম্বরে। ততদিন এই জুডাসই এক নম্বরে থাকবে।’’ শুধু চেলসি সমর্থকদের ব্যঙ্গই নয়, মোরিনহোকে এ দিন হতাশ দেখায় ম্যাচে রেফারির কয়েকটা সিদ্ধান্তও। তার মধ্যে সবচেয়ে এগিয়ে প্রথমার্ধে অ্যান্ডার হেরেরার লাল কার্ড। ৩৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর মাঠের বাইরে চলে যান তিনি। দু’বারই এডেন অ্যাজারকে ফাউল করার জন্য। মোরিনহো বলেন, ‘‘এ ব্যাপারে হয়তো অনেকেই আমার সঙ্গে একমত হবে যে, রেফারি লালকার্ড দেখানোর আগে ম্যাচটা এক রকম ছিল, আর কার্ড দেখানোর পরে লড়াইটা অন্য রকম দাঁড়িয়ে যায়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy